পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩শ জঃ ] দেৱালয়াদি । 05 দেন (১)। আজ পর্য্যন্তও গবর্ণমেণ্ট জয়াপরবশ হুইয়া লবাৰী আমলের এই বৃত্তিটার উচ্ছেদ সাধন না করিা মহৰোই পরিচয় প্রদান করিতেছেন। ১৮৭৭ খৃঃ অব্দে গবর্ণমেণ্ট হুসনী দালানের জীর্ণ সংস্কারকল্পে তিন সংস্র এবং ১৮১০ খৃঃ অব্দে চারি সহস্র মুদ্র প্রদান করিয়াছিলেন (২ )। অতঃপর কোর্ট অব ডিরেক্টরের আদেশ অনুসারে, জীর্ণ সংস্কারকল্পে কোন অর্থ প্রধান করা হইবে না বলিয়। স্থিরীকৃত হয়। এইক্ষণে ঢাকার বর্তমান নবাব পরিবারের বদান্ততার উপরেই হসনী দালানের অদৃষ্ট-চক্র স্থির রহিয়াছে। পরগণা হোসনাবাদ, সৈদাবাদ, ময়নামতী এবং অন্তান্ত কতিপয় সম্পত্তি হুসনী দালানের ব্যয় সন্ধুলনার্থে মীর মোরাদ কর্তৃক প্রদত্ত হইয়াছিল বলিয়া জানা যায়। মীরের মৃত্যুর পর তদীয় বংশধরগণ প্রায় সমুদয় সম্পত্তি এবং হুসনী দালানের বহুমূল্যবান মণি মুক্ত জম্বরতাদি হস্তান্তরিত করেন। রোজাবসানে প্রতিদিন এই স্থানে শত শত লোক একতাল্প পাইরা থাকে। স্বধৃম্বলে কাৰ্য্য নিৰ্ব্বাছ করিবার জন্ত একজন দারোগ নিযুক্ত আছেন। হুসনী দালানের মতওল্লির আদেশানুসারে তিনি সমুদয় কাৰ্য্য নিৰ্ব্বাহ করেন। মহরম উংসবের সময়ে দারোগা সিরিণী সিলামতের” অংশ পাইয়া থাকেন। হসনী দালানের গাত্রে যে কয়খানা শিলালিপি আছে তৎপাঠে অবগত झ७द्रा बांब्र cष उंश श्छिन्नैौ •०४२ गप्न बौब cषांबांध कईक निकिंठ हा এবং হিজরী ১৯৩১ সনে মীরের মৃত্যু হয় । (») Vide Report of Mr. J. G. Dunbar' (8) Records in the Nawab Bahadur's office.