পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৫৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8* ঢাকার ইতিহাস । [ भक्ष ५ः মহজুমপুরের মসজিদ। - “মহজুমপুরের মসজিদস্থিত একটা স্তম্ভের প্রস্তরখণ্ড হইতে অনবরত ঘর্ষাকারে জলনিম্বত হইত। পুত্ৰ কামনায় বন্ধ্য স্ত্রীগণ, ঐ স্তম্ভ আলিঙ্গন করিত। কিন্তু অপবিত্রতা স্পর্শে নাকি অনেক দিন হইতে ঐ স্তম্ভ গুণ-বিবর্জিত হইয়া পড়িয়াছে। ঘৰ্ম্মশীল বারুণ প্রস্তরের বিষয় শ্রত হওয়া যায়। সম্ভবতঃ স্তম্ভগাত্রে ঐ প্রকার একখানা প্রস্তর অলক্ষ্যতাবে স্থাপিত ছিল, তাহা হইতেই ঘৰ্ম্মাকারে জলের উদগম হইয়া স্তম্ভের মূলদেশে পতিত হইত। পরবত্তী কোনও সময়ে ঐ বারুণ প্রস্তরখণ্ড অপহৃত হওয়ায় স্তম্ভটি গুণ-বিবর্জিত হইয়া পড়িয়াছে। পীর খন্দকার মহম্মদ ইউসুফের দরগা। সোনারগায়ের অন্তর্গত মোগড়াপাড়া বাঙ্গারের অনতি উত্তরে দুইটী গোলাকার ছাদবিশিষ্ট মুদীর্ঘ অট্টালিকায় স্বপ্রসিদ্ধ পীর খন্দকার মহম্মদ ইউসুফ ও তদীয় পিতা ও পত্নী সমাহিত হন। প্রত্যেকটি সমাধি মন্দিরের শীর্ষ দেশে দুইটা করিয়া সুবর্ণ পুষ্কল ছিল। হিলু-মোসলমাননিৰ্ব্বিশেষে রোগাদি মুক্তি কামনায় এই মসজিদে মানসিক করিয়া থাকে। স্বধৰ্ম্ম-নিষ্ঠ প্রত্যেক মোসলমানই এই স্থান দিয়া গমনাগমন করিবার সময়ে দরগায় নমাজ পড়িয়া থাকেন । - কতিপয় বৎসর অতিবাহিত হইল কোনও দুই লোকে সমাধি-শীর্ষস্থত স্ববর্ণ পুষ্কল অপহরণ করিয়াছে । গীর সাহেবের প্রতি সৰ্ব্বসাধারণের জচলাভক্তি অস্থাপি বিদ্যমান DBBBS MBBB DDDD DDD BDDD BBBB DDDDD BDD BBBS eथानि न निद्रां &श् छ्tद्म न ।