পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্ৰমণিকা । & প্রবাদ আছে, কুরুক্ষেত্র সমরে ভদ্রপাল বা ভবপাল প্রদেশের রাজা, কুরুকুলপতি ভূর্য্যোধনের পক্ষাবলম্বন পূর্বক ভীষণ রণরঙ্গে মত্ত হইয়াছিলেন। বর্তমান ভাওয়ালকেই অনেকে ভদ্রপাল বা ভবপাল রাজ্য ৰলিয়া অনুমান করিয়া থাকেন। yরামকমল সেন বিরচিত অভিধানের ভূমিকায় এই স্থানে মহাভারতোক্ত ভগদত্তের রাজধানী প্রতিষ্ঠিত ছিল বলিয়া লিখিত আছে। র্তাহার মতে “ভগালয়” হইতেই ভাওয়াল নামের উৎপত্তি। ব্ৰহ্মাও পুরাণে “ভদ্র” প্রদেশের নাম পাওয়া যায়। পূৰ্ব্বে এই স্থান কামরূপ রাজ্যের (প্রাগজ্যোতিষপুর ) অন্তর্গত ছিল। মেগাস্থিনিসের ইণ্ডিকা গ্রন্থে প্রকাশিত মানচিত্রে, সমুদয় পূৰ্ব্ব-বঙ্গ এবং পশ্চিমোত্তরে মিথিলী ও দক্ষিণ-পশ্চিমে মগধ পৰ্য্যস্ত কামরূপ রাজ্যের অন্তর্গত বলিয়া নির্দেশিত হইয়াছে। যোগিনী তন্ত্রে, নেপালের কাঞ্চনগিরি, ব্ৰহ্মপুত্রের সঙ্গম, করতোয় অবধি দিক্কর বাসিনী পৰ্যন্ত; ༦༢༤ উত্তরে কঞ্জগিরি, পশ্চিমে করতোয়, পূৰ্ব্বে দিকু নদী আর দক্ষিণে ব্ৰহ্মপুত্র ও লাক্ষ্যা নদীর সঙ্গম যাবৎ স্থান কামরূপের অন্তর্গত বলিয়া উল্লিখিভ হইয়াছে (১)। প্রাচীনকালে কামরূপ রাজ্য উপবীথি, বীথি, উপপীঠ, পীঠ, সিদ্ধপীঠ, মহাপীঠ, ব্ৰহ্মপীঠ, বিষ্ণুপীঠ, ও রুদ্রপীঠ এই নবপীঠ বা খণ্ডে বিভক্ত ছিল ( ২ )। খৃষ্টীয় অষ্টম শতাব্দীতে এই স্থান বিভিন্ন পাল-রাজগণের শাসনাধীনে ছিল। শৈলাট ও দীঘলিয়ছিট গ্রামে এবং ভাওয়ালের জন্তান্ত স্থানে পালরাজগণের শাসন কালের বিক্ষিপ্ত চিন্তু অদ্যাপি বর্তমান রহিয়াছে। ( s} cयोनिंबौङञ्च अकोष* श्रीफेल s७-sw tब्लांक । ( २ ) cषांशिनौ७च आस्ताक्षं श्रेण २e tनiु । cनोयांब्रगौ#, ब्रङ्गनौ, काभनौ# ७ श्व4नौ? dरे कांब्रिडांtश कांबक्रन ब्रांबा दिउस बलिब्रां९७हिथिठ बांटाइ ।