পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Elys ঢাকার ইতিহাস । [ ३६ ९: নাঙ্গলবন্ধ ও পঞ্চমী ঘাট। এই উভয় স্থানই নারায়ণগঞ্জের পূর্বদিক প্রাচীন ব্ৰহ্মপুত্রের তীরে अबहिष्ठ । दणद्राम झण ( ब्रांत्रण) हाब्रां ७हे ट्रांन कर्षण कब्रिम्नां ব্ৰহ্মপুত্রের জল নিষ্কাশিত করিয়াছিলেন বলিয়া উহার নাম নাঙ্গলবন্ধ ছষ্টয়াছে। ব্ৰহ্মপুত্রতীরবর্তী পঞ্চমী ঘাটে পঞ্চপাণ্ডব তৰ্পণাদি ক্রিয় সম্পন্ন করিয়াছিলেন বলিয়া প্রবাদ আছে। নাঙ্গলবন্ধের জন্মকালী, অন্নপূর্ণ এবং শ্মশানকালী প্রসিদ্ধ দেবতা। জয়কালী ও অন্নপূর্ণার মন্দিরের স্থাপত্যশিল্প দৃষ্টি উচ্ছা হিন্দু শাসন সময়ে নিৰ্ম্মিত হইয়াছিল বলিয়া অনুমিত হয় । নাঙ্গলবন্ধের একটী অতি প্রাচীন বটবৃক্ষমূল “প্রেমতলা” নামে অভিহিত। অশোকাষ্টমীর সময়ে বহুসংখ্যক বৈষ্ণব এই স্থানে সমাগত হইয়া খোল করতাল সংযোগে অঙ্গেরাত্র হরিনাম কীৰ্ত্তন করিয়া থাকে। এজন্তই ইহা প্ৰেমতলা নামে পরিচিত। নাজিরপুর । ,পার জোয়ারের অন্তর্গত ; ঢাকা হইতে ৮ মাইল দূরবর্তী উত্তরপশ্চিম দিকে বুড়িগঙ্গার শাখা নদীতীরে অবস্থিত। মীরজুমলার আগাম অভিযান সময়ে এছিতিসিমর্থ তদীয় প্রতিনিধিরূপে ঢাকায় অবস্থান করিতে ছিলেন। রায় ভগৰতী দাসের হস্তে দেওয়ানী বিভাগের কার্য্যভার ন্যস্ত ছিল। এই সময়ে মগজম্ন্যগণ ঢাকার সন্নিকটবর্তী স্থানসমুহ লুণ্ঠন করিতে থাকে এবং এছিতিসিমের পালক-পুত্রকে ( ইনি মোগল নৌ-বাহিনীর জনৈক সর্দার ছিলেন ) ধৃত ও বন্দী করিয়া নাজিরপুর অভিমুখে প্রস্থান করে এবং নাজিরপুর পৰ্য্যন্ত সমুদয় স্থান জলদস্থ্যগণের করতলগত হইয় পড়ে। সায়েস্তার্থী