পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

08ર ঢাকার ইতিহাস। [ ॰भ ९ः ১৮ভাট নামে পরিচিত ছিল। আবুলফজল, ঈশাখ। মসনদঙ্গালীকে ভাটী প্রদেশের শাসনকৰ্ত্ত (মরজ বান ) বলিয়া উল্লেখ করিয়াছেন। তিনি ভাট প্রদেশের যে সীমা নির্দেশ করিয়াছেন, তাছা লইয়া প্রফেসর ডাউন, মিঃ বিভারিজ প্রভৃতি মনস্বী ব্যক্তিবর্গকেও গোলযোগে পড়িতে হইয়াছে । তাহার মতে “ভাটা প্রদেশের দক্ষিণ সীমা” তাও নগরী ও সমুদ্র, এবং উত্তর সীমা তিব্বতের গিরিমালার পাদদেশ”। বিভারিজ সাহেব বলেন, উহা নিশ্চয়ই লিপিকরপ্রমাদ হইবে। তিনি বলেন “তাঞ্জার দক্ষিণ এবং সমুদ্র ও ত্রিপুরার পর্বতশ্রেণীর সীমান্ত প্রদেশের উত্তর এই সীমাবদ্ধ স্থানই আবুল ফজল ভাটী বলিয়া নির্দেশ করিয়া থাকিবেন” অর্থাৎ ত্রিপুর রাজ্য ভাট প্রদেশের সীমান্ত স্থানে অবস্থিত । বিভারিজ সাহেবের মতে বর্তমান ঢাকা ও ময়মনসিংহ জেলাদ্বয় লইয়াই ভাটী প্রদেশ গঠিত হয়েছিল। এক্ষণে বাখরগঞ্জ ও খুলনার অন্তর্গত দক্ষিণৰত্নী স্থানগুলিই ভাটী নামে অভিহিত হইয় থাকে। আবুলফজল এই ভূখণ্ডের দৈর্ঘ্য ও প্রস্থ ৩•• x ২•• ক্রোশ বলিয়া নিৰ্দ্ধারিত कब्रिम्नाएइन ।

  • Boss-àwtawato oth rost Beveridge on Isakhan.

মগবাজার। ঢাকা সহরের প্রায় ২ মাইল উত্তরপূৰ্ব্বদিকে অবস্থিত। ইসলাম খ মেসৌর শাসনসময়ে, আরাকানরাজের মৃত্যু হইলে তাহার জনৈক কৰ্ম্মচারীর পুত্র ভদীয় সিংহাসন হস্তগত করিতে সমর্থ হয়। এই ঘটনায় আরাকান-রাজার ভ্রাত ধরমস উনবিংশতি হস্তী, চারি পাঁচ সংস্ৰ অমুচর ও তদীয় পরিবারবর্গ সহ দুলুয়ার ফৌজদারের শরণাপন্ন হইলে, তিনি উহাকে স্থলপথে ঢাকাভে প্রেরণ করেন। ইসলামখ এই ধরমগাছকে