পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

貂>霉 ঢাকার ইতিহাস । [ ४१ १: সিংহ, দুইজন হাবিলদার, দুইজন নায়েক এবং বিংশতিজন সিপাহীসহ ঢাকা অভিমুখে রওনা হইলে পথিমধ্যে ধৃত হইয়৷ এই স্থানে বন্দী অবস্থায় কালযাপন করিতে বাধ্য হন। দেবেন্ত্র সিংহ প্রভৃতি মণিপুররাজপরিরীরস্থ বন্দীগণ ১২২ টাকা হইতে ৯ টাকা পেন্সন পাইতেন। ঢাকার এই মণিপুরে পূর্বপশ্চিম দীর্ঘালি একটা স্ববৃহৎ দীর্থিক দৃষ্ট হইয় থাকে। এই দীর্ঘিকার উত্তর পারে বীরেন্দ্র সিংহের সমাধি অদ্যাপি বিদ্যমান আছে। এই স্থানের অনতিদূরে বর্তমান Agricultural Firm এর চতুঃসীমানার মধ্যে পঞ্চবিংশতি হস্ত উচ্চ ইষ্টকনিৰ্ম্মিত চতুষ্কোণাকার একটা ভগ্ন স্তম্ভ দেখিতে পাওয়া যায়। কেহ কেহ উহাকে মগদিগের বিজয় স্তম্ভ বলিয়া অনুমান করিয়া থাকেন। ঢাকা নগরী মগদিগের দ্বার লুষ্ঠিত হইয়াছিল বলিয়৷ ঐতিহাসিক সিহাবুদিন তালিস লিখিয়াছেন। কিন্তু মোগল মুবাদারগণ যে মগদিগের জয়ন্তস্তুটীর বিলোপ সাধন করেন নাই, ইহা নিতান্তই আশ্চৰ্য্যজনক বলিয়া বোধ হয়। স্তম্ভগাত্রে একখানা শিলালিপি ছিল ধলিয়া অনুমিত হয় ; কিন্তু উদ্ধার কোনও সন্ধান প্রাপ্ত হওয়া যায় না। আমাদিগের বিবেচনায় উহা কাহারও সমাধি স্থান হইবে । মশ্বাদি। সোণারগায়ের অন্তর্গত। মহেশ্বর নাম জনৈক বৈদ্যবংশীয় এক বৰ্দ্ধিষ্ণু ব্যক্তি মুখাদিকে মহেশ্বরদি নামে পরিবর্তিত করিয়া একট পরগণা গঠিত করেন। সোনারগায়ের কতক গ্রাম লইয়৷ এই পরগণার নামকরণ হয়। সাহাবাজ খাঁ ঈশাখার অন্ত্রাগার কত্রাপুর লুণ্ঠন করিয়া মখাদি নামক গ্রসিদ্ধ নগর অধিকার করেন। এইস্থানে বিস্তর লুষ্ঠিত দ্রব্যাদি गशिरांtछद्र श्लश्रृंख श्रेब्रांहिण। Elliot, Vol. vi.