পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪শ অঃ ] ঐতিহাসিক স্থান । ●ቖ » প্রবেশ করিবার অথবা তথা হইতে নিষ্ক্রান্ত হইবার অন্ত উপায় ছিল না । খৃষ্টীয় চতুর্দশ শতাকে আফ্রিকা দেশীর পর্যটক ইবন বতুতা “দুৰ্ভেণ্ঠ, দুরাক্রম্য, সোনারগাঁ” নগরীতে উপস্থিত হইয়া তথাকার বন্দরে যাব দ্বীপে গমনোন্তত বাণিজ্যতরণী দেখিতে পান। ইহাতে স্পষ্টই উপলব্ধি হয়, তৎকালে সুবর্ণগ্রাম সমৃদ্ধিশালী বাণিজ্যস্থান ছিল। সুবর্ণগ্রামে অনেক সাধু, বিদ্বান ও রাজনৈতিকের আবাসভূমি ছিল। রাজা কংসনারায়ণের পুত্র যন্ত্রনারায়ণ হিন্দুধৰ্ম্ম পরিত্যাগ করিয়া জেলালুদিন নাম ধারণ করেন। এই সময়ে তিনি মোসলমান ধৰ্ম্মের প্রকৃত উপদেশ ও রাজ্য স্বশাসিত করণের স্বযুক্তি লাভার্থ এই স্থান হইতে সেখ জাহিদকে গৌড়ে আনয়ন করেন। ১৫৮৬ খৃঃ অন্ধে সুপ্রসিদ্ধ ভ্রমণকারী রাল্ফ ফিচ, সুবর্ণগ্রামে আগমন করেন। তিনি লিখিয়াছেন, “শ্ৰীপুর হইতে সোনারগাও সম্বর ৬ লিগ দূরে অবস্থিত। এই স্থানে সমস্ত ভারতবর্ষের মধ্যে উংকৃষ্ট কার্পাস বস্তু প্রস্তুত হয়। এখানকার প্রধান রাজার নাম ঈশাখী । তিনি অন্তান্ত সমুদয় রাজার মধ্যে শ্রেষ্ঠ । খৃষ্টানদিগকে তিনি বিশেষ যত্ন । করিয়া থাকেন। ভারতবর্ষের অন্যান্ত স্থানের স্থায় এথানকার ঘরগুলিও क्रूयॉब्रउमदिनिटे ५द१ षफ़ दाब थादूङ । नद्रमा दाब्रा कडूर्लिंक 'प्लिटिङ । हेश हरे उहे शाञ्चङष्ट्रप्कन्न उँ९थाङ श्हेष्ठ ब्रक्रा गाग्न । জধিকাংশ লোকই ধনবান; অধিবাসীর মাংসাশী নহে, অথবা কোনরূপ জীব হিংসা করে না। চাউল, ফুস্ক, ফলমূলাদি থাইয়া জীবন ধারণ . করে । কটিদেশে সামান্য একটু বস্ত্র জড়াই রাখে, শরীরের জার সমুদয় স্থান জনাবৃত থাকে। অনেক कार्गीन क्कु अिद्देहान इहेरठ বিদেশে রপ্তানি হয় । এতদ্ভিন্ন ধান্ত, চাউল ভারতবর্ষের অস্তান্ত স্থানে,