পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপক্রমণিকা । €· সুবর্ণগ্রামের অনেক স্থানের ভূমি রক্তবর্ণ। প্রবাদ এই ৰে, দেবামুরের যুদ্ধকালে শোণিত পাত হেতু মৃত্তিক লোহিতবর্ণ ধারণ করিয়াছে। দেৰাস্বরের যুদ্ধ ভারতের আদিম অধিবাসীদিগের সহিত আৰ্য্যদিগের সংঘর্ষ ব্যতীত আর কিছুই নছে। বহুকাল ব্যাপি যুদ্ধের পরেই ৰে আৰ্য্যগণ এসকল প্রদেশে অধিপত্য লাভ করিতে সমর্থ হইয়াছিলেন, তাছাতে সন্দেহ নাই। " হোয়েনাং ৬৩৮ খৃঃ অৰে श्र्वबईएमब्र ब्रांजशांनौ कांछकूख नश्नtग्न পদার্পণ করিয়াছিলেন। ইনি হৰ্ষবৰ্দ্ধনকে কাম্বোজ হইতে ব্ৰহ্মপুত্র পৰ্য্যন্ত তাবৎ ভূভাগের সম্রাট পদে অভিষিক্ত দেখেন। তাহা হইলে মুবর্ণগ্রাম যে ঐ সময়ে হর্ষবৰ্দ্ধনের সাম্রাজ্যভুক্ত ছিল তাছাতে সন্দেহ নাই। মালবদেশের অন্তর্গত মনসোরনগরের নিকটে প্রাপ্ত প্রস্তরস্তম্ভ দ্বয়ে উৎকীর্ণ প্রশস্তিতে লিখিত আছে, মহারাজ যশোধৰ্ম্ম পূৰ্ব্বদিকে লৌহিত্য নদের উপকণ্ঠ হইতে আরম্ভ করিয়া “গৰ্জ্জনতালবনাচ্ছাদিত মহেন্দ্রগিরির উপত্যকা" পর্যন্ত সমুদ্রয় ভূভাগ উপভোগ করিয়াছিলেন। খড়গবংশীয় প্রথম রাজা দেবখড়েগর এয়োদশ বর্ষে উৎকীর্ণ তাম্রশাসনদ্বয় রায়পুর থানার অন্তর্গত আগরফপুর গ্রামে আবিষ্কৃত হইয়াছে। খঙ্গোদ্যম এই বংশের প্রথম রাজা। খড়েগাগুমের পুত্র জাতখড়গ ও জাতখড়োর পুত্রদেবখড়োর নাম পাওয়া গিয়াছে। দেবখঙ্গের পুত্রের নাম রাজ রাজ। পরমসৌগত পুরদাস কর্তৃক জয়কৰ্ম্মান্ত বাসক হইতে উক্ত তাম্রশাসনদ্বয় লিখিত হইয়াছে। দেবখঙ্গের মাতার নাম ছিল প্রভাবতী। উদীর্ণ খড়গ নামধেয় রাজবংশীয় জনৈক ব্যক্তির নামও তাঁহাতে প্রাপ্ত হওয়া যায়। আসরক্ষপুরের সন্নিহিত “বৌদ্ধমণ্ডপে” তৎকালে আচাৰ্য্যবদ্য সংঘামিত্র নামক জনৈক সুবিখ্যাত পণ্ডিত বাস করিতেন। বৌদ্ধধর্থের প্রাধান্ত সময়ে রায়পুর, ধামগড়, পলাল প্রভৃতি স্থানে বৌদ্ধ