পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় অঃ } উঞ্চোৎস ও নদনদী। \4כ aross-ovs" or Lieutenant Henry Strachy এবং ১৮৭৮ খৃঃ অব্দে Mr. Jodince মহাত্মাম্বয় তিব্বৎদেশীয় “ষার কিউসাংপো” কে ব্ৰহ্মপুত্রের মূলস্রোতঃ বলিয়া নিৰ্দ্ধারণ করিয়াছেন। এই যার কিউসাংপো হিমালয়ের পূৰ্ব্বোত্তর প্রান্তে উপনীত হইয়া বঙ্কিম ভাবে গতি পরিবর্তন করতঃ মিসমী জাতীর বাস পৰ্ব্বতের মধ্যদিয়া পরশুরাম কুণ্ডে পতিত হইয়াছে। তদনন্তর, ব্ৰহ্মপুত্র নামে পরিচিত হইয়া সদিয়া, ডিব্ৰুগড়, তেজপুর, গৌহাটী, গোয়ালপাড়, ধুবড়ী প্রভৃতি আসামন্থ অনেক স্থান অতিক্রম করতঃ রঙ্গপুর ও ময়মনসিংহ জেলার মধ্যদিয়া আসিয়া টােকচাদপুরের নিকট ঢাকা জেলার উত্তর সীমায় পড়িয়াছে ; এবং তথা হইতে পূৰ্ব্বাভিমূখে চারিমাইল পথ অতিক্রম করিয়া পুনরায় ময়মনসিংহ জেলায় প্রবেশলাভ করিয়াছে। অতঃপর ময়মনসিংহ জেলার মধ্যদিয়া কতদূর পর্য্যন্ত অগ্রসর হইয়া নারায়ণগঞ্জ মহকুমার উত্তর সীমা রক্ষা করিয়া পূৰ্ব্বাভিমুখে গমন করিয়াছে, এবং রায়পুর থানার পূর্বদিকে আসিয়া মেঘনাদের সহিত সম্মিলিত হইয়াছে । টোকচাদপুর হইতে মেঘনাদ ও ব্রহ্মপুত্রের সঙ্গমস্থান প্রায় ২৬ মাইল হইবে। ব্ৰহ্মপুত্রের প্রাচীন ও পূৰ্ব্বদিকস্থ যে প্রবাহ ঢাকাজেলাস্থ টােক নামক স্থান স্পর্শ করিয়া ভৈরব বাজারের নিকটে মেঘনাদের সহিত সম্মিলিত হইয়াছে, উহ! এই জেলাকে ত্রিপুরা ও ময়মনসিংহ জেল হইতে পৃথক করিয়াছে। কৈঠাদি হাটের নিকট,হষ্টতে ইহার এক শাখা দক্ষিণ ভাগে প্রবাহিত হইয়া ১২ মাইল পথ অতিক্রম করতঃ বেলাব নামক স্থানের কিঞ্চিৎ উদ্ধে পুনরায় প্রধান প্রবাহের সহিত মিলিত হইয়াছে। ব্ৰহ্মপুত্রের একস্রোতঃ মঠখোলা নামক স্থানে বানারের সহিত মিলিত হইয় একডালার নিয়ে শীতললক্ষ্য নাম ধারণ করিয়াছে। অপর একস্রোতঃ দক্ষিণমুখে সরল গতিতে মুৰৰ্ণগ্রামের অন্তর্গত