পাতা:ঢাকার ইতিহাস প্রথম খণ্ড.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 ঢাকার ইতিহাস। [ऽक्ष क्ष: কালীগঙ্গা–পারাগায়ের সন্নিকটে ধলেশ্বরী হইতে উৎপন্ন হইয়া চারিগায়ের নদীতে পড়িয়াছে। পারাগাও, মাতাবপুর, কোণ্ড, মুষ্টিগ্রাম, ফতেপুর, কুমিল্প প্রভৃতি গ্রাম ইহার তীরে অবস্থিত। বিক্রমপুরে কালীগঙ্গা নামে একটি স্রোতস্বতীর ক্ষীণ রেখা পরিলক্ষিত হইয়া থাকে। পূৰ্ব্বে এই উভয় নদী একই নদী বলিয়া পরিচিত ছিল। পরে, পদ্মার গতি পরিবর্তিত হওয়ায় ইহা বিচ্ছিন্ন হইয়া পড়িয়াছে। এক্ষণে মুলফংগঞ্জ ও কোরপুরের সন্নিকটে শেষোক্ত কালীগঙ্গা নদীর চিহ্ন বিদ্যমান রহিয়াছে। কালীগঙ্গা নদীতে যথেষ্ঠ পরিমাণে মৎস্ত প্রাপ্ত হওয়া যায়। বানার ও লাক্ষ্যা বা শীতল লক্ষ্যা—এই নদীর উত্তরাংশ বানায় বলিয়া পরিচিত। ইহা এগারসিন্ধু নামক স্থানের পশ্চিমে ব্ৰহ্মপুত্র নদ হইতে টােকের নিকট বানার নাম ধারণ করিয়া গমন করত: লাখপুরের নিকটে লাক্ষ্য নাম ধারণ করিয়াছে। এই লক্ষ্যা নদী পূৰ্ব্বে ব্ৰহ্মপুত্রের একটি স্বতন্ত্র শাখা নদী ছিল। কিন্তু আরালিয়া হইতে লাথপুর পর্য্যন্ত ব্ৰহ্মপুত্রের প্রাচীন প্রবাহ শুষ্ক হইয়া যাওয়ায়, একমাত্র বানারের প্রবাহই এই নদী দিয়া প্রবাহিত হইয়া ইহাকে বানারের সম্প্রসারণ মাত্র করিয়া ফেলিয়াছে। লাখপুর হইতে দক্ষিণপূর্বাভিমুখে ৫ মাইল পর্যন্ত আসিয়া একুটার সন্নিকটে দক্ষিণপশ্চিমবাহিনী হইয়াছে। এই স্থান হইতে লক্ষ্যানদী পলাস, মুড়াপাড়া, হাজিগঞ্জ, নবীগঞ্জ প্রভৃতি স্থান দিয়া ১০ মাইল পথ অতিক্রম করিয়া নারায়ণগঞ্জ ও মদনগঞ্জের দক্ষিণে ধলেশ্বরীতে পতিত হইয়াছে! ব্ৰহ্মপুত্রের প্রাচীন ও পূৰ্ব্বদিক প্রবাহ শুষ্ক হইয়া পড়িয়াছে ; কেবল মাত্র বর্ষাকালেই নৌবাহন যোগ্য থাকে। সুতরাং এক্ষণে ৰামার ও