পাতা:তীর্থরেণু.djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

আঁধার গগনে তাই তো লেগেছে
পদ্মরাগের রঙীন্ মায়া।
তুমি সুষমার কাব্য মহান,—
গোলাপ তো তার একটি পাতা;
তব কপোলের মৃদু-লোম-লেখা
ফাশী আখরে লিখেছে গাথা!
আমি বলেছিনু “জুম্ সুলতান্
তোমার চুমার একটি মাগে”
মনে পড়ে? তুমি হেসে বলেছিলে,
“দাবী আছে বটে বিধির আগে।”

জুম সুলতান।


প্রেমের অত্যুক্তি

(একটি স্পেন দেশীয় কবিতার অনুসরণে)

হাজারটা মন থাকত যদি সব কটা মন দিয়ে,
ভাল তোমায় বাসতাম আমি, প্রিয়ে!
কুবেরের ধন পাই গো যদি পায়ে তা’ অর্পিয়ে
ভাবব,—কিছুই হয়নি দেওয়া, প্রিয়ে।
লক্ষ-লোচন ইন্দ্র হয়ে,তোমার পানে থাকব চেয়ে,
হাজার বাহু দিয়ে তোমায় ধৰ্বব আলিঙ্গিয়ে,—
কার্তবীর্য্য রাজার মত, প্রিয়ে!

৭৯