পাতা:তীর্থরেণু.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

ত্রিশ্লোকী

অসীম ব্যোমেরে সূর্য্য কি কথা বলে?
সাগর কি কথা বলে গো হাওয়ার কানে?
কোন কথা চাঁদ বলে চুপে রাত্রিরে?
কোন্ জন তাহা জানে?

ভ্রমর কি ভাবে হেরিয়া কুসুমদলে?
কি ভাবে গো পাখী নিরখি’ নীড়ের পানে?
রৌদ্র কি ভাবে মেঘ দলে চিত্রি’ রে—
কোন জন তাহা জানে?

গোষ্ঠ গোধনে কি কহে গানের ছলে?
কোন্ সুরে মধু মৌমাছি টেনে আনে?
অতল কি গান শোনায় হিমাদ্রিরে?
কে জানে এ তিন গানে?

ফাল্গুন যেই লিপি লেখে চৈত্রেরে,
বৈশাখ যাহা পড়ে গো আখর চিনে,
জ্যৈষ্ঠেরে দিয়ে যায় যে লিখন, শেষে,
তাহার জন্মদিনে;

ঊষার পুলক দিনের প্রকাশ হেরে,
দিনের পুলক বিকশি’ মধ্যদিনে,
গানের পুলক ফেটে গিয়ে নিশ্বাসে
বেসুর করিয়া বীণে;-

১৬৬