পাতা:তীর্থরেণু.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

জিজ্ঞাসা

(বাসুটোল্যাণ্ড)

কে ছুয়েছে দু’টি হাতে আকাশের তারা?
শূন্যে চাঁদ কে রেখেছে ধ’রে?
কেন ছুটে নদী নদ অবিরল ধারা?-
শ্রান্ত হ'লে জুড়াইতে যায় কার ঘরে?

ভেসে ভেসে আসে মেঘ, ভেসে চলে যায়,
তার দেশ কোথায়? কে জানে!
কে বরিষে বৃষ্টি ধারা? সেকি ওঝা? হায়,
তারে কভু দেখিনি তত উঠিতে বিমানে!


ধর্ম্ম

শাস্ত্রের প্রদীপ নহি, নহি আমি ধর্ম্মের নিশান,
সিদ্ধ মহাপুরুষের সিদ্ধির অপূর্ব্ব অবদান
তুচ্ছ মানি,—সাধারণ দুঃখ কাহিনীর তুলনায়;
মানুষের অশ্রুজলে, মানুষের মৌন শোচনায়
আমারে আকুল করে,—মানুষের প্রার্থনায় চেয়ে।
পুণ্যাত্মা! নালিশ রাখ, নীলাকাশ ফেলিয়ো না ছেয়ে
নাকী সুরে। এই কিহে ভক্ত তুমি? ঈশ্বর নির্ভর—
এরি নাম? এরি অহঙ্কার কর ধার্ম্মিক প্রবর?

১৭২