পাতা:তীর্থরেণু.djvu/২০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

শুভ যাত্রা

প্রভুরে তোর  স্মরণ ক'রে
যাত্রা করিস্ মন!
প্রভুর নামে  রিক্তাতিথি
মিলায় কাম্য ধন;
মাহেন্দ্র যোগ ঐ যে তোমার,
ক্ষতি-ক্ষয়ের ভয় কোথা আর?
তুকা কয়  প্রভুর সেবায়
সদাই শুভক্ষণ।

তুকারাম।


প্রেম নির্ম্মাল্য

মধুর মদির মত্ততা এস, এস তুমি ভালবাসা,
এস হৃদয়ের গ্লানি-বিমোচন, সকল দর্প-নাশা।
ধন্বন্তরী তুমি আমাদের, তুমিই পাতঞ্জল,
যোগের সূত্র শিখাও, কর গো নিরাময় নির্মল।

প্রেমের আবেশে পাহাড় টলেছে সাগর উঠেছে দুলে,
প্রেমের মহিমা মর্ত্ত্য-মানুষে নিয়েছে স্বর্গে তুলে।
যদি প্রেমময় ধন্য করেন মোরে চুম্বন দানে,
উচ্ছসি’ হিয়া কঁদিবে ফাটিয়া মুরলি-ললিত-তানে।

রুমি।
১৮৭