পাতা:তীর্থরেণু.djvu/২১৩

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
তীর্থরেণু

তৃণ দাঁতে ধরি  যদি মিলে হরি
তবে হরি হরিণের,
কামিনী ত্যজিলে  হরি যদি মিলে
খোজা তো রয়েছে ঢের।
শুধু দুধ খেলে  হরি যদি মেলে,—
কত আছে কচি ছেলে,
কহে মীরাবাই  বিনা প্রেম, ভাই,
সে ধন কভু না মেলে।

মীরাবাই।


ভোলামনের প্রতি

কি রে মন তুই কৃপাময় নাথে রয়েছিস্ নাকি ভুলে,—
বিশাল বিশ্বে তুলে।
শূন্যে যে ধরে’ আছে;—
পীযুষ সৃষ্টি করেছেন যিনি শিশুরে করাতে পান,
মাতা আর সন্তান,
যাঁর করুণায় বাঁচে!
বিষম রৌদ্রে ক্ষুদ্র তৃণের অঙ্কুরে যে বাঁচায়
করুণার ধারা ধায়
জুড়ায় তাপিত প্রাণ;

১৯২