পাতা:তীর্থরেণু.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

কবি নহে তুচ্ছ,
হীন নহে কবিতা,
মা আমার! মা আমার!
মানবের ধাত্রী।

ওয়াট্‌সন্‌।
মেলার যাত্রী

(দাদ্দি স্থান্‌।)

চট্‌পট্ ওঠ ওঠ গো মাম্মু!
ছিরি ছাঁদ আছে মোদেরো মাম্মু!
সূয্যির মত কপাল মাম্মু!
ঝিক্‌মিক্ চোখ্‌ উজল মাম্মু!
দাঁত আমাদের মুক্তো মাম্মু!
দুটি ঠোঁট উদ্‌যুক্ত মাম্মু!
চুল চুল্‌বুল্ হাওয়াতে মাম্মু।
বসে কি ভাবিস্‌ দাওয়াতে মাম্মু!
পশ্‌মী পোষাক পরে নে মাম্মু!
গাঁয়ে আমাদের মেলা যে মাম্মু!
পাগড়ী মাথায় বেঁধে নে মাম্মু!
চাদর খানাও কাঁধে নে মাম্মু!
তাজা ফুলগু লো হাতে নে মাম্মু!
ধোঁ-ধো-দ্রিম্-দ্রিম্!
দ্রিম্-দ্রিম্-ম্‌-ম্‌!

৫৩