পাতা:তীর্থরেণু.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

আমি জানি মনে তাহাদেরি সনে আসিবে প্রিয়া,—
আমারে নীরোগ করিয়া, বৈদ্যে লজ্জা দিয়া!

গুপ্তপ্রেম

হিয়ার মাঝারে প্রাণ কাঁদে মোর
খেদে দু'নয়ন ঝুরে;
বঁধুতে আমাতে হ’ল না মিলন,
চিরদিন দুরে দুরে।
মন্দ লোকের সন্দেহে ধিক্‌,
বিধাতা জানেন মন,
চক্ষের দেখা দেখিতে পাবনা
তাই ভাবি অনুখন।

কুরেনবার্গ।

পতঙ্গ ও প্রদীপ

(হিন্দি)

পতঙ্গ কহিছে ‘দীপ! তুমি দেখ রঙ্গ,
তোমার লাগিয়া জ'লে মরিছে পতঙ্গ।'
দীপ কহে, 'হায়, বন্ধু, অভিমান মিছে,
আগে হ’তে আমি জলি, তুমি জল পিছে।'

৭৪