পাতা:তীর্থরেণু.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
তীর্থরেণু

রাঙা অধরের চুম্বন লোভে রাঙা মদিরার
পাত্র চুমি,
সুরার পাত্র দেখিবা মাত্র মনে হয়, বুঝি,
নিকটে তুমি।
বিধাতার বরে গরীব মেসিহি আপন খেয়ালে
রয়েছে সুখে,
বাদশার চেয়ে বড় হয়ে গেছে তোমার মুরতি
ধরি’ এ বুকে।

মেসিহি।


সুল্‌তানের প্রেম

ছিন্ন কলিজা পলিতা হ'য়েছে,
হাসির আগুন লাগায়ে দাও,
বিধাতার বরে আলো হ'বে ঘর
মোর দীপখানি জাগায়ে দাও!
আঁখি জলে মোর হয়েছে সাগর,
এ তো দু’দিনের বন্যা নহে,
কত ঝ'রে গেছে কতই ঝরিছে
কেবা নির্ণয় করিয়া কহে?
স্নান সন্ধ্যার অরুণ শিঙার,—
সে আমারি রাঙা চোখের ছায়া,

৭৮