পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুক্তি কিংবা মূৰ্ত্তির বিধ্বস্ত অংশ যে উদ্ধৃত না হয় এমন নহে। এই সমুদয় পৰ্য্যবেক্ষণ করিয়া এবভূত সম্ভাবিত হয়—বৌদ্ধধৰ্ম্মের পতন এবং হিন্দুধর্মের পুনরুখান—এই সন্ধি-সময়ে ঐ সমস্ত গ্রাম সমৃদ্ধিশালী জনপদ ছিল ; কাল বিবর্তনে ক্রমে অবনতি সাধিত হইয়। তৎসমুদয় স্থানের প্রাচীন ইতিহাস গভীর তিমিরে প্রচ্ছাদিত হইয়াছে । ত্রিপুর জিলার অন্তর্গত প্রাগুক্ত পরগণাত্রয় অধুনা যে নামে পরিচিত তাহ মুসলমান শাসনকালে প্রদস্তু আখ্যা । হিন্দু ও বৌদ্ধ-যুগে নিশ্চয়ই এভৎপ্রদেশের অপর কোন নাম ছিল, এই স্থানের ইতিবৃত্তের সহিত তাহাও অতলগর্তে নিহিত হইয়াছে ।

  • ত্রিপুৱার শ্বঞ্চি