পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রেসিয়ার খাগর যুদ্ধ-বিগ্রহে নিহত কোন সৈনিক পুরুষের উদ্দেশে তৎপত্নী-কর্তৃক গীত–এইরূপ একশ্রেণীর দুঃখময় বিরহ-সঙ্গীত ত্রিপুরার পাৰ্ব্বত্যপ্রদেশে প্রচলিত আছে। সেই সমুদয় গান “রেসিয়ার খাগর।” নামে প্রসিদ্ধ এবং সঙ্গীতনিচয় প্রায়শঃ ঐতিহাসিক ঘটনা জড়িত । এই পুস্তকে ষে একটী “রেসিয়ার খাগ রা" গানের বিষয় উল্লেখ করা হইয়াছে তাহা—বঙ্গানুবাদ ও স্বরলিপিসহ নিম্নে প্রদত্ত হইল । “হাদুদুক্ কলক মাইকুই পিংজাগই— পাগড়ী মুরুগম্ভী লিয়া, যাদু পাপড় মুরুগলিয়া । হাতুৰ্ভুক্ কলক গুন পিংজ্ঞাগই— য়াকুরাই মুরুগলিয়া, ঘাড় য়াকুরাই মুরুগলিয়। তুইগেরেং গেরেং গাতি চাক্‌জাগই— রিহিনই থমালিয়, যাদু রিহিমই গনালিয়। গতি হলংসা বাংমানি বাগন্ত--- রুকথারই সলাপ লিয়া, যাদু রুকথারই সলাপ,লিয়া । মাইসিংসিয়ারী বাংমানিবাগষ্ট— নাহারই মুরুগলিয়া, যাদু নাহারই মুরুগলিয়। । উল্লিখিত গানের বঙ্গানুবাদ :– দীর্ঘ পাৰ্ব্বত্য পথে কাউন স্পন করাতে ( তাহার ) পাগজী দেখিতে পাইলাম না । দীর্ঘ পাৰ্ব্বত্য পথে চুপাট ফুলের গাছ বপন করাতে { তাহার ) গোড়ালি দেপিতে পাইলাম না !e. কল কলনাদিনী ঝরণার ধারে ঘাট প্রস্তুত করাতে ডাকিলেও (সে ) শুনিতে পাইল না । ঘাটে অনেকগুলি পাথর থাকাতে দৌড়িয়াও ( তাহার নিকট ) পৌছিলাম না । কুয়াসার আধিক্যে চেয়েও ( তাহাকে ) দেখিতে পাইলাম না ।

  • : ত্রিপুরার স্কৃতি