পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

প্রদেশের নানা স্থানে বিবিধ বংশোদ্ভব নৃপালগণ নানা সময়ে রাজত্ব করিয়াছিলেন, এবং তাঁহাদিগের দ্বারা বহু দেব মূর্ত্তি প্রতিষ্ঠিত হইয়াছিল। কোন ঘটনা চক্রে মূর্ত্তি নিচয় জলাশয় প্রভৃতি নানা স্থানে বিক্ষিপ্ত হইয়া থাকিবে।

 অত্রস্থ প্রাচীন জনপদ সমূহের ভূগর্ভে প্রস্তর মূর্ত্তি প্রভৃতি আরও পুরাতন কীর্ত্তি-চিহ্ন নিহিত থাকা কিছুই অসম্ভব নহে। অধুনা এতদঞ্চলে যে সমস্ত সামান্য পল্লীগ্রাম অবস্থিত, কোন এক কালে তৎসমুদয় যে বহু জনে পরিপূর্ণ সমৃদ্ধিশালী নগরী না ছিল ইহাই বা বিচিত্র কি? যদি প্রকৃতপক্ষে তদ্রূপই হইয়া থাকে, তাহা হইলে কি প্রকারে ঐ সমস্ত স্থান ইদানীং এবংবিধ শোচনীয় দশাগ্রস্ত হইয়াছে, এই বিষয়েব যথাযথ ইতিবৃত্ত কখনও উদ্ঘাটিত হইবে কিনা একথা বলা দুষ্কর।


২২
ত্রিপুরার স্মৃতি