পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 পরিশেষে কুমার শ্রীধর্ম্ম দেবের নিদ্রাভঙ্গ হইলে উক্ত ব্রাহ্মণ বলিল—আপনি সামান্য ব্যক্তি নহেন, জনৈক মহাপুরুষ। যাহা হউক আপনি যেই হউন না কেন, স্বদেশে গমন কালে আমাকে আপনার সঙ্গে গ্রহণ করিবেন এবং তথায় উপনীত হইলে অনুগ্রহপূর্বক আমাকে আপনার কুলপুরোহিত রূপে নিযুক্ত করিবেন,—এই আমার সানুনয় প্রার্থনা। আশা করি আপনি আমার উক্ত অভিলাষ পূর্ণ করিতে কুণ্ঠিত হইবেন না। শ্রীধর্ম্ম দেব ব্রাহ্মণের এই কথায় কোন উত্তর প্রদান না করিয়া কেবল ঈষৎ হাস্য করেন। কথিত আছে তিনি বারাণসী হইতে ত্রিপুরাতে প্রত্যাবর্ত্তন কালে উক্ত ব্রাহ্মণকে সঙ্গে আনয়ন পূর্ব্বক তদীয় কুলপুরোহিত পদে নিযুক্ত করিয়াছিলেন।

 কুমার শ্রীধর্ম্ম দেব গৃহ পরিত্যাগ করিবার কিয়দ্দিবস পর ত্রিপুরেশ মহা মাণিক্য মানবলীলা সংবরণ করিলে তদীয় রাজ্য-লোলুপ পুত্রগণমধ্যে রাজ্য অধিকারের জন্য বিরোধ সঙ্ঘটিত হয়। পরিশেষে অদৃষ্ট পরীক্ষার নিমিত্ত তাঁহারা সকলে রণভূমিতে অবতীর্ণ হন। তখন রাজ্য-মধ্যে ঘোর সমরানল প্রজ্বলিত হইয়া উঠে, এবং রাজ্যলাভের পরিবর্ত্তে সর্ব্বকনিষ্ঠ রাজকুমার ব্যতীত আর সমস্ত রাজপুত্রই সেই সমরানলে জীবনাহুতি প্রদান করেন।

 এবস্তৃত ভ্রাতৃবিরোধ-হেতু রাষ্ট্রবিপ্লব সংঘটিত হইয়। রাজ্যময় অশান্তি ও অরাজকতা ব্যাপ্ত হইয়া পড়ে। তদ্দৃষ্টে কনিষ্ঠরাজপুত্র বিমর্ষচিত্তে ভাবিলেন—পাপময় লোভের পরিণাম ফলে যাহা ঘটিয়া থাকে তাহা সংঘটিত হইয়াছে। এইক্ষণ ত্রিপুররাজ্যের প্রকৃত অধিকারীর অনুসন্ধান করিয়া পাপের প্রায়শ্চিত্ত করা কর্ত্তব্য। এইরূপ চিন্তা করিয়া তিনি তদীয় অগ্রজ শ্রীধর্ম্ম দেবের অনুসন্ধানার্থে নানা দিগদেশে দূত প্রেরণ করিলেন।

 দৈববশতঃ ত্রিপুরার জনৈক দূত বারাণসীতে উপস্থিত হইয়া তথায় সন্ন্যাসিবেশ ধারী শ্রীধর্ম্মকে দেখিলে ইনি-ই মহা মাণিক্যের জ্যেষ্ঠ পুত্র শ্রীধর্ম্ম দেব এবংবিধ সন্দেহ তাহার অন্তকরণে উদিত হয়। তখন দূত তাঁহাকে প্রতিজ্ঞা পাশে আবদ্ধ করিয়া তদীয় পরিচয় জিজ্ঞাসা করিলে এই বিষয় গোপন করা ন্যায় সঙ্গত নহে বিবেচনায় তিনি দূতের নিকট স্বীয় প্রকৃত পরিচয় প্রদান করেন।

 এই প্রকারে দূত শ্রীধর্ম্ম দেবের পরিচয় প্রাপ্ত হইয়া তৎসমীপে ত্রিপুররাজ্যের সমস্ত অবস্থা বিস্তারিত রূপে জ্ঞাপন পূর্ব্বক অনুনয় বিনয় সহকারে প্রার্থনা করে—যদি তিনি স্বীয় জন্মভূমিতে গমন করিয়া রাজদণ্ড ধারণ করতঃ শান্তি ও

ত্রিপুরার স্মৃতি
২৭