পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৪৪

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

তখনে করিল তুলা পুরুষের দান।
কিঞ্চিৎ করিয়া কহি কর অবধান॥

* * * *
চারিকুণ্ডে সূক্ত পাঠ যাপকে করিল।

সমাপ্ত করিয়া যজ্ঞ পূর্ণাহুতি দিল॥

* * * *
মন্ত্র পঠি তুলাবৃক্ষ করিয়া রোপণ।

বাগী সমে করিল তুলাতে আরোহণ॥

* * * *
ষোড়শ ষোড়শ দান করি ক্রমে ক্রমে।

উৎসর্গ করিল দান-সাগর প্রথমে॥”

 প্রাগুক্ত দেবমূর্ত্তি প্রতিষ্ঠিত হইবার পূর্ব্বেই উহার নিত্য নৈমত্তিক পূজা অৰ্চ্চনার ব্যয় নির্ব্বাহার্থে ত্রিপুরেশ কৃষ্ণ মাণিক্য-কর্ত্তৃক ১১৮৬ ত্রিপুরাব্দে কিঞ্চিদধিক পঞ্চদশ দ্রোণ ভূমি দেবোত্তর প্রদত্ত হইয়াছিল। ইহাতে জ্ঞাত হওয়া যায় যে, এই পুণ্য কার্য্য সম্পাদনের জন্য পূর্ব্বেই তিনি কৃতসঙ্কল্প হইয়াছিলেন।

 যে তাম্রশাসনের দ্বারা দেবোত্তর প্রদত্ত হইয়াছিল তাহার প্রতিলিপি:—

শ্রীশ্রীযুত জগর্নাথ

মহারাজ
কৃষ্ণ মাণিক্যের
পদ্ম মোহর।

 স্বস্তি

 তোউ আড়োত্তরে (?) যাচ পূর্ব্বে কৃঞ্চপুরস্যচঞ্চাকলি গ্রাম (?) দক্ষে ভূশ্চারণ্যপুর পশ্চিমে মেহার কুলাখ্য দেশেতাং সপাদো পরি কিনকাং দ্রোশী পঞ্চদশমিতাং ভূমিং যৎসহ কিনকী ৺জগন্নাথায় দেবায় সেবায়ে হৃষ্ট মানসঃ।

৩৪
ত্রিপুরার স্মৃতি