পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরুদ্ধাচরণ করিবে না। রাণীর এবংবিধ আচরণে ও বাক্যে রিয়াংগণ মুগ্ধ হইয়া নতশিরে আদেশ অনুসারে প্রতিজ্ঞাপাশে আবদ্ধ হইল । যে পাত্রে রাজমহিষী স্বীয় স্তনদুগ্ধ প্রদান করিয়াছিলেন তাহ ও তদীয় কেশগুচ্ছ এবং একটী লৌহ-শিরস্ত্রাণ প্রভৃতি কতিপয় দ্রব্য উল্লিখিত ঘটনার স্মৃতিচিহ্ন স্বরূপ রিয়াংদিগের নিকট অস্থাপি বৰ্ত্তমান রহিয়াছে এবং তৎসমুদয় তাহার। সযত্নে রক্ষা করিয়া ভক্তিভৱে পূজা করিয়া থাকে। বর্ণিত ঘটনা কোন নৃপতির রাজত্বকালে সংঘটিত হইয়াছিল ইহা জ্ঞাত হওয়া যায় না, কেবল রাণীর নাম দয়াবতী বলিয়া রিয়াংগণের রায়ে কহে । ইহা কি রাণীর প্রকৃত নাম ন৷ তাহার গুণ প্রকাশক বিশেষণ তাহ জানিবার উপায় নাই । উদয়পুর নামে প্রসিদ্ধ ত্রিপুররাজ্যের এই স্বপ্রাচীন রাজধানীর তুল্য পুরাকালের নিৰ্ম্মিত রাজনিকেতন, দেবমন্দির ও সরোবরাদি প্রাচীন কীৰ্ত্তিমালায় পূর্ণ জনপদ উক্ত রাজ্যে দ্বিতীয় আর নাই । পূব্বতন ত্রিপুরেশগণ এবং তদীয় অনুচরবর্গ যে সমুদয় কীৰ্ত্তি এই স্থানে প্রতিষ্ঠিত করিয়া গিয়াছেন, তৎসমুদ্রষ BBBBBB BBBBB BBBB BBBBB BBBBB BBBBB S ত্রিপুররাজ্যের উক্ত সুপ্রসিদ্ধ রাজধানীতে কত যে রাষ্ট্রবিপ্লব সংঘটিত হইয়াছিল —কত নৃপাল সিংহাসনচ্যুত হইয়া পুন: রাজ্য-লাভ করিয়াছিলেন—এই জনপদে প্রবাহিত গোমতী নদীর সলিল কত বার নরশোণিতে রঞ্জিত হইয়াছিল— তৎসমুদয় বর্ণনা করিতে গেলে এক বৃহৎ গ্রন্থ হইয় পড়ে। হেন রাষ্ট্রীয় রঙ্গভূমিতে যেরূপ রাজলীলার অভিনয় হইয়া গিয়াছে, প্রাগুক্ত রাজ্যে তার কুত্ৰাপি তদ্রুপ হয় নাই ! প্রাচীন কীৰ্ত্তির ভগ্নাবশেষময় ত্রিপুররাজ্যের মহাশ্মশান-স্বরূপ এই জনপদ ধে কেবল রাষ্ট্রীয় রঙ্গভূমি বলিষ খ্যাত তাহ। নচে–বিশ্বজননী দেবী ত্রিপুরাসুন্দরী এই স্থানে প্রতিষ্ঠিত থাকা বশতঃ ভারতভূমিতে অবস্থিত স্থপ্রসিদ্ধ পীঠস্থান নিচয়মধ্যে ইহাও অন্যতম । ত্রিপুরার স্থতি 歌态