পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুমি দয়া কর রাজা আমা অতিশয় । দৈত্যনারায়ণ দয়া আম প্রতি রয় ॥ অামি দিলে করে সে যে মিয়ত ভোজন । অামা হাতে রাথে সে যে যত উপার্জন | প্রধান জামাত। অামি প্রতীত আমাতে । বিশ্বাস আমার প্রতি ধৰ্ম্মশাস্ত্র মতে ॥’ বাজমালা-বিজয় মাণিক্য খণ্ড বিজয় মাণিক্য মাধবকে তদীয় প্রস্তাবানুসারে কার্য্য করিতে অসম্মত দেখিয়, ভিনি নানাপ্রকার যুক্তি প্রদর্শন পূৰ্ব্বক তাহাকে কহিলেন—হউক সে তোমার শ্বশুর তাহাতে কি ? জনৈক অনধিকারী ব্যক্তির কবল হইতে ত্রিপুররাজ্য উদ্ধার করিয়া রাজগৌরব রক্ষা করা ত্রিপুরবাসী মাত্রেরই কৰ্ত্তব্য কৰ্ম্ম ; ইহা কোনরূপেই অবৈধ কাৰ্য্য নহে, বরং এই বিষয়ে পরায়ুখ হওয়া পাপ । লোকে জন্মভূমির মঙ্গল সাধনার্থ প্রাণ বিসর্জন করিতেও কুষ্ঠিত হয় না ; তোমার-ত জীবননাশের কোন আশঙ্কাই নাই ; তুমি স্বদেশের হিতকল্পে এইকাৰ্য্য করিতে কোন দ্বিধা করিও না : কেহই তোমার কোনরূপ অনিষ্ট সাধন করিতে সক্ষম হইবে না । কাৰ্য্য সাধনান্তে আমি তোমাকে লস্কর পদে নিযুক্ত করিয়৷ ভূষণায় প্রেরণ করিব । ত্রিপুরেশ বিজয় মাণিক্য এইরূপে অভয় প্রদান করিলে, পুনঃ পুনঃ অমুরুদ্ধ হইয়। রাজাজ্ঞ অবহেলা করা ন্যায়বহিভূত এবং তিনি যাহা কহিয়াছেন তাহ যুক্তিসঙ্গত ভাবিয়া পরিশেষে মাধব তদীয় প্রস্তাবাকুসারে কায্য করিতে স্বীকৃত হয় । ইহার কিয়দিবস পর একদিন রজনীযোগে মাধব দৈত্যনারায়ণকে অত্যধিক সুব্ৰাপান করাইয়া অচেতন করত: তাহার মস্তক ছেদন করে । তদনন্তর গৃহে অগ্নি প্রদান পূৰ্ব্বক এই ঘটনা জনসাধারণের নিকট গোপন রাথিতে প্রয়াস প্রাপ্ত কয়—কিন্তু কুৰুকার্য হয় নাই । এইরূপে দৈত্যনারায়ণ নিহত হইলে বিজয় মাণিক্য রাজ্যভার স্বীয় হস্তে গ্রহণ করেন । অতঃপর পূৰ্ব্ব-প্রস্তাবাহুসারে মাধব তদীয় কাৰ্য্যের পুরস্কার স্বরূপ বিজয় মাণিক্য-কর্তৃক লস্কর উপাধিতে ভূষিত হইয়া ভূষণাতে প্রেরিত হয় । তৎকালে তিনি তাহাকে একটা অঙ্গুরীয় প্রদর্শন পূৰ্ব্বক এই কথা বলিয়। সাবধান করেন—আমার লিপি প্রাপ্ত হইলেও এই অঙ্গুরীয় দর্শন ব্যতীত কদাপি তুমি তথা হইতে আগমন কবিও না । ত্রিপুরার স্থতি భీ