পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উদয়পুর যে রূপ প্রাচীনকালে খনিজ দীঘিকাদি জলাশয়ে পূর্ণ তদ্রুপ নী হইলেও এই স্থান যে সরোবরাদি বিহীন এমন নহে । অত্রস্থ জলাশয় নিচয়মধ্যে “ফটিকসাগর” নামক দীর্থিক এবং অমর মাণিক্যের নামসমন্বিত “আমরসাগর” দীধিকার মধ্যবৰ্ত্তী ভূমিখণ্ডস্থ একটী বিধ্বস্ত মন্দিরের ইঃকস্তৃপ-মধ্য হইতে গরুড়ারূঢ় দশভুজ-বিশিষ্ট এক প্রস্তৱ-মুক্তি প্রাপ্ত হওয়া গিয়াছে পল্লীনিবাসিগণ ইহাকে একটা বংশনিৰ্ম্মিত গৃহে স্থাপন পূৰ্ব্বক “মঙ্গলচণ্ডী” বলিয়। পূজা করে । জনশ্রুতি এই—ত্ৰিপুৰ্বাধিপতি অমর মাণিক্য এই স্থানে রাজধানী স্থাপন পূৰ্ব্বক রাজ্যশাসন করিবার কালে এতদঞ্চলে একটী দুর্গ নিৰ্ম্মাণ করিয়াছিলেন । অধুন। তাহার কোন চিহ্নও বৰ্ত্তমান নাই । তিনি নানা বিধ বাধা-বিঘ্ন অতিক্রম করিয়৷ ১৫৭৭ খৃষ্টাব্দে সিংহাসন আরোহণ পূৰ্ব্ব"ক চতুর্দশবর্ষ রাজত্ব করিবার পর ১৫৯১ খৃষ্টাব্দে মানবলীল। সংবরণ করেন । ত্রিপুরার স্কৃতি . ادبي ټچ&*