পাতা:ত্রিপুরার স্মৃতি.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উক্ত শ্লোকের বাঙ্গাল। ব্যাখ্য' :– বিন্ধ্যগিরির পাদসস্থত বরবক্র (অধুনা বরাক) নদী ও তাহার দক্ষিণে প্রবাহিত মঙ্গু নদীর মধ্যবর্তী ভূমিখণ্ডে উনকোটা নামক বৃহৎ পৰ্ব্বত অবস্থিত। প্রাচীন কালে মহামুনি কপিল উক্ত পৰ্ব্বতে তপস্যা করিয়াছিলেন, এবং নরগণের সর্বসিদ্ধিপ্রদ কপিল তীর্থ ও লিঙ্গমুক্তি তৎকর্তৃক সেইস্থানে স্থাপিত হইয়াছিল । এতদ্ব্যতিরেকে এই তীর্থের বিষয় সংস্কৃত ও বাঙ্গালী রাজমালায় নিম্নলিখিত .রূপ উল্লেখ আছে - “পুরাকৃত যুগে রাজন মন্থন। পূজিত শিবঃ । তত্রৈব বিরলে স্থানে মকুনাম নদী তটে ॥” ংস্কৃত বাজমালা বা রাজত্বত্বাকর “গুপুভাবে আছে তথা অখিলের পতি । মমুরাজ সত্যযুগে পূজিছিল অতি ॥ মহু নদীতীরে মকু বহু তপ কৈল । তদবধি মচু নদী পুণ্য নদী তৈল ॥” বাঙ্গালী বাজমাল। উনকোটী মাহাত্ম্য গ্রন্থে বিন্ধ্যগিরিব নাম উল্লিগিত হইবার কারণ কি ইহা হৃদয়ঙ্গম হইল না । যাহা হউক বর্ণিত তীর্থ যে প্রাগৈতিহাসিক যুগ অবধি অবস্থিত উল্লিখিত কতিপয় শ্লোক পৰ্য্যবেক্ষণ করিষা এবংবিধ প্রতীয়মান হয় । ত্রিপুরাদ-প্রবর্তনকারী নৃপতি যুঝারফার পঞ্চদশ পুৰুষ পূৰ্ব্ববর্তী “কুমার’ নামে খ্যাত শিবভক্ত ত্রিপুরেশ এতদঞ্চলে আগমন পূর্বক শিবোপাসনা করিয়াছিলেন– এইরূপ সংস্কৃত ও বাঙ্গালী রাজমালায় লিপিবদ্ধ আছে । “বিমারস্ত স্থতোজাত; কুমার: পৃথিবী পতিঃ । স রাজী ভুবনখ্যাত; শিবভক্তি পরায়ণ: | কিরাত রাজ্যে স নৃপশছাঙ্গুল নগরাস্তরে । শিবলিঙ্গং সমদ্রাক্ষীৎসুবড়াই ক্লতে মঠে ” ংস্কৃত রাজমালা বা রাজরত্নাকর “বিমার হুইল রাজা তাহার তনয় । , তার পুত্র কুমার পরেতে রাজা হয় ॥ ত্রিপুরার স্মৃতি حيttس