পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেই সোলাটি চুষিয়া চ’ট করিতে। তা ঘুচিয়া আজ তোমার সন্দেশ-রসগোল্লা কি করিয়া হইল, ভাই? নয়ন বলিলেন, —“হাঁ! এখন পথে এস! পূজা মানাে তো সব কথা খুলিয়া বলি, তা না হইলে নয়ান এই চুপ!” এইকথা বলিয়া নয়ন “কপাৎ” করিয়া মুখ বুজিলেন। যার যেমন ক্ষমতা সকলে শীতলার পূজা মানিলেন। নয়ন তখন পুনরায় মুখের চাবি খুলিয়া আপনার কথা আরম্ভ করিলেন । তৃতীয় পৰ্ব্ব এই কিল তো এই কিল! নয়ন বলিতেছেন,-এবার আমার বড়ই দুৰ্ব্বৎসর পড়িয়াছিল। খাওয়া কোনও দিন হয়, কোনও দিন হয় না। ভাগ্যক্রমে এমন সময় কলিকাতায় বসন্তের হিড়িকটি পড়িল। পরে যিনি যা করুন, কিন্তু ফিকিরাটি আমিই প্ৰথমে বাহির করি ঔজ্জ্বলা হইতে দিব্য একটু এঁটেল মাটি লইয়া আসিলাম। তাই দিয়া চমৎকার একটি শীঘ্ৰগড়িলাম। শীতলা গড়া কিছুমাত্র কঠিন নয়। গোল করিয়া মাটির একটি চাবড়া হইল। তাহার উপর উত্তমরূপে সিন্দুর মখাইলাম। টানাটানা লম্বা লম্বা দুইটি চক্ষু । পুরাতন রাঙতা দিয়া শীতলটি ছোট-বড় বসন্তে ছাইয়া ফেলিলাম। শীতলাটি হান্ত্ৰেকািরয়া গিয়ীকে সঙ্গে লইয়া কলিকাতায় চলিলাম। সেখানে উপস্থিত হইয়া একস্থানেশুৈনিলাম যে, একজন শীতলার পাণ্ডা ছিল। বসন্তরোগে তাহার তিনটি ছেলে মরিয়া গিয়াছে। রাগ করিয়া লাঠি দিয়া সে তাহার শীতলা ভাঙ্গিয়া দেশে চলিয়া গিয়াছে। সন্ধান করিয়া সে যে খোলার ঘরে থাকিত, আমি সেইস্থানে গিয়া উপস্থিত। হইলাম। তাহার সেই ঘরটি ভাড়া করিলাম। বাড়ীওয়ালী ও আশেপাশের লোককে বলিলাম যে, মা আমাকে স্বপ্ন দিয়াছেন। স্বপ্নে বলিয়াছেন যে, ঐ যে, পাণ্ডা ছিল, সে ভাল করিয়া মা’র পূজা করিত না। লোকে পূজা দিলে, আগে থাকিতে সে নৈবিদ্যির মাথার মণ্ডাটি খাইয়া ফেলিত। মা তার উপর কুপিত হইয়া তাহাকে নিৰ্ব্বংশ করিয়াছেন। সেই দুরাচারের পরিবৰ্ত্তে মা আমাকে সেবাদাস নিযুক্ত করিয়াছেন। তখন চারিদিকে খুব ডামাডোল, খুব মহামারী, লোক মরিয়া উড়কুড় উঠতেছে। ভয়ে লোক কাটা হইয়া রহিয়াছে। আমাকে পাইয়া সকলের প্রাণটা আশ্বস্ত হইল। সকলেই বলিল যে,-“মা জাগ্ৰত বটে! একজন পাণ্ডী যাইতে না যাইতে, কোথা হইতে শীতলা হাতে করিয়া আর একটি পাণ্ডা আসিয়া উপস্থিত হইল। আর আমাদের কোনও छश नाई ।” পাড়ায় আমার বিলক্ষণ পসার প্রতিপত্তি হইল। পাড়ার পূজাতেই অনায়াসে আমার সব খরচ নিৰ্ব্বাহ হইতে পারিত। কিন্তু অভিপ্রায় আমার তো আর তা নয়! আমার অভিপ্রায় যে, মরসুম থাকিতে থাকিতে দু’পয়সা রোজগার করিয়া পুনরায় ইয়ার বক্সির কাছে ফিরিয়া আসি। কলিকাতার আডডাগুলি সাহেবেরা সব উঠাইয়া দিয়াছেন। সেখানে আমার মন টিকে না। তাই, g୭୯୭ ଓs Xbr○ ooo fila não g3 kg a www.amarboi.com a