পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঠের মাঝে লইয়া হাঁড়িটিকে পুতিয়া ফেলিলেন। গৰ্ত্ত খুঁড়িবার সময় ও হাঁড়ি পুতিবার সময় বাবাজী বারবার এই মন্ত্রটি পাঠ করিতে লাগিলেন কমলা তুমি হও দূর । যাও শীঘ্ৰ যমপুর। খাও গুড় কাটাে সূত। তোমায় চাই না—চাই পুতি ॥ রাজপূতাদিগের মনে বিশ্বাস এই যে, নবপ্রসূতা কন্যাকে সংহার করিলে, সেই কন্যাটি বারবার আসিয়া গৃহে জন্মগ্রহণ করে। কিন্তু এইরূপ প্ৰণালীতে মন্ত্রপাঠ করিয়া জীবিত কন্যাকে মৃত্তিকােসাৎ করিলে পুনরায় আর সে আসিয়া জন্মগ্রহণ করে না। মাতা জাগরিত হইয়া শিশুটিকে দেখিতে পাইলেন না। সূতিকাঘৱে হাহাকার পড়িয়া গেল। কত কঁদিলেন, কত কাটিলেন। মনে করিলেন,—তাঁহার অসাবধানতাবশতঃ কন্যাকে শৃগালে লইয়া গিয়াছে। অমাবস্যা বাবাজী গোপনভাবে পুলিসের নিকট পত্র পাঠাইলেন। তাঁহাতে ধৰ্ম্মাদত্তের প্রতি ভগিনীবধের দোষারোপ করিলেন । পুলিসের দ্বারা তদন্তের সময় অমাবস্যা বাবাজী প্ৰকাশ্যভাবে সাক্ষ্য প্ৰদান করিলেন। ধৰ্ম্মদত্ত রাত্রিকালে হাঁড়ির ভিতর করিয়া শিশুটিকে কোথায় লইয়া যাইতেছে, তাহা তিনি স্বচক্ষে দেখিয়াছেন, এইরূপভাবে সাক্ষ্য প্ৰদান করিলেন। ধাত্রীও সেইভাবে সাক্ষ্য দিলেন। প্ৰতিবাসী রামসেবক বলিলেন যে, রাজপুতেরা কিরূপে আপনাদিগের কন্যা বধ করিত, একথা ধৰ্ম্মদত্ত তাঁহাকে কিছুদিন জিজ্ঞাসা করিয়াছিলেন। রামসেবক মন ঈষৎমাত্রও ভিজিল না। অন্ম স্টিক্সীং যে তাঁহার ঘোর সর্বনাশ করিতেছে, সে জ্ঞান তাহার হইল না। বীরবালার পিতা অনেক অর্থব্যয় করিলেন; সুচতুর উকীল নিযুক্ত করিয়া জামাতার রক্ষার নিমিত্ত প্ৰাণপণে চেষ্টা করিতে লাগিলেন। সামান্য বালিকা হইয়াও কুলের কুলবধু হইয়াও, এই বিপদের সময় স্বামীরক্ষার নিমিত্ত, বীরবালা উকীলের বাড়ী, সাক্ষীদিগের ভারতসিংহকে বুঝাইতে লাগিলেন। তিনি বলিলেন—“ধৰ্ম্মদত্ত যে ভগিনীকে বধ করে নাই, তাহা নিশ্চয়। অমাবস্যা বাবাজীর কুটিলতা ইহাতে স্পষ্ট প্রতীয়মান হইতেছে। প্রকৃত ঘটনা কি মহাশয়ের বোধ হয় অবিদিত নাই। অতএব সকল কথা প্ৰকাশ করিয়া, পুত্রের প্রাণরক্ষা করুন।” ভারতসিংহ, না। রাম না গঙ্গা,-কোনও উত্তর করিলেন না। জড়ের ন্যায় চুপ করিয়া বসিয়া রহিলেন । জবরদস্তসিংহের সমুদয় চেষ্টা বিফল হইল! ধৰ্ম্মাদত্তের মাতা, পুত্রের হিতকামনায় দেবতাদিগকে রাত্রিদিন ডাকিতেছেন। দেবতারা তাঁহার প্রার্থনা শুনিলেন না। বীরবালার কান্নায় দয়াৰ্দচিত্ত ব্যক্তিদিগের হৃদয় বিদীর্ণ হইল বটে, কিন্তু তাহার স্বামী অব্যাহতি পাইলেন না। যাবজ্জীবনের নিমিত্ত ধৰ্ম্ম দ্বীপান্তরিত হইলেন!! ভূত ও মানুষ sNNis viði (SS BS! ro www.amarboi.com ro Ro