পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম ভাগ প্ৰথম পরিচ্ছেদ বাঙ্গালী বালিকা “এই বাটীতে ডাক্তারবাবু আছেন?” বাহির হইতে কে একজন এই কথা জিজ্ঞাসা করিল। “এ বাড়ীতে ডাক্তার আছেন?” আগ্রহের সহিত পুনরায় কে এই কথা জিজ্ঞাসিল। বামা-কণ্ঠ বলিয়া বোধ হইল। রাত্রি তখন প্রায় দশটা বাজিয়াছে। আমার আহারের স্থান হইয়াছে। আমি আহার করিতে যাইতেছি। কে এই কথা জিজ্ঞাসা করিতেছে, তাহ দেখিবার লণ্ঠনটি হাতে লইয়া, আমি বাহিরে আসিলাম। দ্বারের নিকট যাই গিয়া উপস্থিত হইয়াছি, আর পুনরায় সেই স্বর অতি আগ্রহসহকারে আমাকে জিজ্ঞাসা করিল,-“ ཝུ་རྒྱུ་ནི་མི་ কি ডাক্তার?” লণ্ঠনটি আমি তুলিয়া ধরিলাম। ত র সহায়তায় দেখিতে পাইলাম যে, একটি স্ত্রীলোক এই কথা জিজ্ঞাসা । স্ত্রীলোক বটে; কিন্তু বয়স্থা নহে। পূর্ণ যুবতীও তাহাকে বলিতে পারি না; কারণ, বয়স ত্রয়োদশ কি চতুৰ্দশ বৎসরের অধিক হইবে না। আমি বিস্মিত হইলাম। একে স্থান কাশী, তাহাতে রাত্রিকাল। রাত্রি দশটার সময় এরূপ অল্পবয়স্ক বাঙ্গালীর মেয়ে ঘর হইতে বাহির হইয়াছে কেন? বালিকা কি হতভাগিনী?— জঘন্য ব্যবসায়-অবলীম্বনী? এইরূপ ভাবিতে ভাবিতে অন্যমনস্কভাবে আমি উত্তর করিলাম,-“তুমি বোধ হয়, রামকমল ডাক্তারকে খুঁজিতেছি? এ বাড়ী তাঁহার নহে। আরও একটু আগে গিয়া বামদিকে যাইবে; সেই আমার এই কথা শুনিয়া বালিকাটি কীদিয়া ফেলিল। চক্ষুর জল মুছিতে মুছিতে সে বলিতে লাগিল,— “ও মা! তবে আমি কি করি? রামকমল ডাক্তার রামনগর গিয়াছেন। আজ তিনি ফিরিয়া আসিবেন না। আমি তাঁহার বাড়ীতে গিয়াছিলাম। তাঁহার চাকরেরা আমাকে এই কথা বলিল। তাহারা আমাকে বলিয়া দিল যে, এই বাড়ীতেও একজন ডাক্তার সম্প্রতি কলিকাতা হইতে আসিয়াছেন, তাই আমি এখানে আসিয়াছি। ও মা, তবে কি হইবে? বিনা চিকিৎসায় বাবু হয়ত মারা পড়িবেন, তাহা হইলে আমার দশা কি হইবে?” বিদেশে সেই রাত্ৰিতে সেই বাঙ্গালী-কন্যার খেদ শুনিয়া মনে আমার বড় দুঃখ হইল। ফোকুলা দিগম্বর &Svo sNAls viði (SS BS! ro www.amarboi.com ro