পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কথা । লোকের ঘর-সংসারের কথায় আমার প্রয়োজন কি? সে সকল কথা বালিকাকে আমি কিছুমাত্র জিজ্ঞাসা করিব না।” ” এইরূপ ভাবিয়া আমি তাহাকে পুনরায় জিজ্ঞাসা করিলাম,- “তোমার বাবু কখন পড়িয়া গিয়াছেন? কোথায় লাগিয়াছে? তাহার জ্ঞান আছে, না। তিনি অজ্ঞান হইয়া গিয়াছেন?” বালিকা একেবারে সকল কথার উত্তর দিল না; ক্ৰমে ক্রমে একটি একটি করিয়া বলিতে লাগিল,- “আজ প্ৰাতঃকালে বেড়াইতে গিয়াছিলেন। ফিরিয়া আসিলেন। দাঁড়াইতে পারেন না। কথা কহিতে পারেন না। আমি তাহাকে বিছানায় শয়ন করিতে বলিলাম। প্রথম সে কথা তিনি শুনিলেন না। তাহার পর শুইয়া পড়িলেন। চাদর ছিাড়িয়া কাঁধে বাধিয়াছিলেন!! তাহার ভিতর হইতে ক্রমাগত রক্ত পড়িতেছিল। আমি ডাক্তার আনিতে চাহিলাম। তিনি মানা করিলেন। সমস্ত দিন রক্ত পড়িল। মুখ তাহার সাদা হইয়া গেল। দুৰ্ব্বল হইয়া পড়িলেন। তাহার পর এখন তিনি নিজেই ডাক্তার আনিতে বলিলেন। ডাক্তার আনিবার নিমিত্ত সমস্ত দিন আমি কতবার বলিয়াছিলাম, তখন তিনি আনিতে দেন নাই। এখন ডাক্তারের জন্য নিজেই ব্যস্ত হইয়াছেন। কি যে কপালে আছে, তা বলিতে পারি না। আমি এখানে আর কখন আসি নাই। কাহাকেও আমি জানি না। লোককে জিজ্ঞাসা করিতে করিতে রামকমল ডাক্তারের বাড়ীতে গিয়া উপস্থিত হইয়াছিলাম। রামকমল ডাক্তার বাড়ী নাই। তাঁহার চাকরেরা আপনার ঠিকানা বলিয়া দিল। সেজন্য আপনার নিকট দীেড়াইয়া গেলাম।” আমি জিজ্ঞাসা করিলাম,— “তোমরা এ স্থানে থাক না? কাশীতে তোমরা কবে আসিয়াছি। এ স্থানে কাহাকেও আমরা জানৃিত্যু ইস্!! করিলাম কি? আমরা কে, কোথা হইতে ক্টরিয়াছেন। পাছে কেহ কোন কথা জিজ্ঞাসা করে, রন নাই। আমি বড় বোকা, তাই এত কথা বলিয়া আমার মনে পুনরায় ঘোরতর সন্দেহ হইল,— কাশী স্থান! কুকৰ্ম্মান্বিত লোক দেশ হইতে পলায়ন করিয়া এইস্থানে আশ্ৰয় লাভ করে, এ বালিকাও সেইরূপ না কি? আহা, তাহা হইলে কি দুঃখের বিষয়! বালিকার প্রতি আমার মন এত আকৃষ্ট হইয়াছিল যে, সেই কথা ভাবিয়া আমি ঘোর শোকাকুল হইয়া পড়িলাম। আবার ভাবিলাম, না, না, তাহা কখনই হইতে পারে না। লজ্জাশীলতা, কোমলতা, পতিব্ৰত সতী-সাবিত্রী ভাব বালিকার মুখশ্ৰীতে যেন অঙ্কিত রহিয়াছে। এরূপ লক্ষ্মীস্বরূপা কন্যা দুষ্কৰ্ম্মান্বিতা হইতে পারে না। ইহারা কে, কি বৃত্তান্ত,~~– সে সমুদয় গোপন রাখিবার বোধ হয় কোন কারণ আছে। . , ŽIJÚCassaggi gbajɔ SS af :Iist ~itë 3 q<; &&! a www.amarboi.comi“ 82द