পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুকৰ্ম্মজনিত লজ্জার চিহ্ন লেশমাত্র দেখিতে পাইলাম না। কুকৰ্ম্মান্বিত অপরাধীর মুখে এরূপ শান্তি বিরাজ করে না। বাবুর স্থির শান্ত মুখ দেখিয়া ও বালিকার কথা স্মরণ করিয়া আমার ক্ৰোধের কিছু উপশম হইল। ভালমন্দ আমি কিছুই বুঝিতে পারিলাম না। কোনও কথা জিজ্ঞাসা করিতে বালিকা আমাকে নিষেধ করিয়াছিল। আমি ভাবিলাম,-“ইহাদের ভিতর কি ডাক্তারি করিয়া চলিয়া যাই।” এইরূপ ভাবিয়া আমি বলিলাম,- “গুরুতর আঘাত লাগিয়াছে বটে। সেটা— সেই বস্তুটা এখনও কি ইহার ভিতর আছে?” আমার প্রশ্নের মৰ্ম্ম এই যে, গুলীটা বাহির হইয়া গিয়াছে, না এখনও কন্ধের ভিতর আছে? বাবু উত্তর করিল,— “পাথরের টুকরা ভিতরে নাই, আমি নিজে তাহ বাহির করিয়া ফেলিয়াছি।” এই কথা বলিয়া বালিসের নীচে হইতে যুবক একটি গুলী বাহির করিয়া চুপিচুপি আমাকে দেখাইল । বন্দুক অথবা পিস্তলের গুলী মানুষের গায়ে লাগিলে এত শোণিতস্রাব হয় না। এত রক্ত কেন পড়িল, সেই কথা আমি ভাবিতেছিলাম। ক্ষতস্থানের প্রতি দৃষ্টি করিয়া দেখিতে পাইলাম যে, তাহার একপার্শ্বে কাটা দাগ রহিয়াছে। পরীক্ষা করিয়া দেখিলাম যে, গুলীর আঘাত হইতে অধিক শোণিতপাত হয় নাই; সেই কাৰ্ত্তিত স্থান হইতেই শোণিতধারা বহিতেছিল। বাবুকে আমি জিজ্ঞাসা করিলাম,-“এ কি? এ থা হইতে আসিল?” বাবু উত্তর করিল,-“ঐ দ্রব্যটা (অর্থাৎ গুস্ট্রষ্ঠ” আমার স্কন্ধের ভিতর রহিয়া গিয়াছিল, আমি আপনি ছুরি দিয়া কাটিয়া তাহাকে বৃষ্ট্রির করিয়াছি।” এই কথা বলিয়া বাবু হাসিয়া উঠিল। হাসি শেষ হইতে না হইতে সে হইয় পড়িল । নিজে ছুরি চালনা করিয়া, বাবু য় কাজ করিয়াছিল। কারণ, সেই ছুরির আঘাত হইতেই শোণিতস্রাব হইতেছিল; গুলীর আঘাত হইতে বড় নয়। ছুরি চালনার রক্তস্রাব হইতে বাবুর চাই কি মৃত্যু ঘটিতে পারিত। ষষ্ঠ পরিচ্ছদ বিপদের সম্ভাবনা আছে যাহা হউক, বাবুর মূৰ্ছিয় আমার পক্ষে সুবিধা হইল। মূৰ্ছিত অবস্থা না হইলে, আমি ক্ষতস্থান ভাল করিয়া পরীক্ষা করিতে পারিতাম না, অন্ততঃ রোগীর বড় যাতনা হইত। সেই মূৰ্ছিত অবস্থায় তাহাকে রাখিয়া, আমি রক্ত বন্ধ করিলাম ও আহত স্থান ভাল করিয়া ড্রেস করিলাম। পকেট-কেস, ছোট একশিশি ব্র্যাণ্ডি ও চারি-পাঁচটি নিতান্ত প্রয়োজনীয় ঔষধ আমার ব্যাগের ভিতর থাকে। যখন আমি বিদেশে গমন করি, তখন এই ব্যাগটি সৰ্ব্বদাই আমার কাছে রাখি। বাবুর মুখে একটু ব্র্যাণ্ডি দিয়া তাহার। আমি চৈতন্য উৎপাদন করিলাম। বাবু চক্ষু উমীলিত করিয়া বলিল,- “এ কি! আমি কোথায় আসিয়াছি? এ কাহাদের বাড়ী? RRo wifi Rist •ičxis gxis &g! ~ www.amarboi.comí°237”**°”°*