পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কুসী! কুসী কোথায়?” এতক্ষণ ধরিয়া কুসী ঘরের কোণে দাড়াইয়াছিল। বাবু যে অজ্ঞান হইয়া গিয়াছিল, সে তাহার বিন্দুবিসর্গ জানিতে পারে নাই। কুসী বলিয়া বাবু যাই ডাকিল, আর সে বিছানার ধারে আসিয়া দাঁড়াইল । কুসী বলিল,- “কেন বাবু! আমাকে ডাকিলে কেন? তুমি কেমন আছ?” মৃদুস্বরে বাবু বলিল,- “এখন আমার সব মনে পড়িতেছে। আমি বুঝিয়াছি, আমি অনেক ভাল আছি, কুসী!” “আমি ভাল আছি” এই কথা বলিবার সময় বাবু আমার মুখপানে চাহিল। চক্ষু-পলকের সহায়তায় আমাকে যেন জিজ্ঞাসা করিল,- “সত্য সত্য কি আমি ভাল আছি? না কোন বিপদ তাহার মনের ভাব বুঝিয়া আমি বলিলাম,- “এ ঘা শীঘ্রই ভাল হইয়া যাইবে। ইহাতে কোন বিপদের আশঙ্কা নাই। তবে দিনকত তোমাকে স্থিরভাবে শয়ন করিয়া থাকিতে হইবে।” দুইজনেই বালক-বালিকা,-সকল বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ। এ স্থানে তাঁহাদের যে কেহ। আত্মীয়-স্বজন অথবা বন্ধু-বান্ধব নাই, বালিকার মুখে পূৰ্ব্বেই তাহা আমি শুনিয়াছিলাম। বালিকার উপর আমার স্নেহ পড়িয়াছিল; তাহার অনুরোধে বাবুর প্রতিও আমার ভালবাসা হইয়াছিল। বাবুর স্কন্ধে আঘাতটি গুরুতর:- যদিও মৃত্যু ঘটিবার সম্ভাবনা ছিল না। যাহা হউক, ইহাদের আত্মীয়-স্বজনের নিকট সংবাদ প্রেরণ করা । ইহারা প্রকৃত আমার দয়া ও স্নেহের পাত্র কি না, প্রথম তাহা আমাকে জানিতে এইরূপ মনে করিয়া আমি বাবুকে বললামুখ-পদেখ তােমাকে আমি একটা কথা বলি। তােমরা উভয়েই ভদ্রলোকের পুত্র-কন্যা বৃত্তিৰ্ভুক্ত? আমার বােধ হইতেছে। কিন্তু তােমরা যে অবস্থায় কাশীর বাহিরে এই বনের ভিতৰু রহিয়াছ, তাহা দেখিয়া আমার বড় সন্দেহ হইতেছে। ইহার ভিতর যদি কোন প্ৰািঞ্জ’থাকে, তাহা হইলে নিশ্চয় আমি তাহার প্রতিবিধান করিব । তোমাকে আমি হাসপাতালে য়া দিব। তারপর এই বালিকার পিতামাতার সন্ধান করিয়া তাহাদিগের নিকটে ইহাকে আমি পাঠাইয়া দিব।” সপ্তম পরিচ্ছেদ অভিভাবকের অভাব আমার এই কথা শুনিয়া, বালিকা মস্তক অবনত করিয়া ঈষৎ হাসিতে লাগিল। বাবু হাে হাে করিয়া উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল। তাহার সে হাসি আর থামে না। আমার ভয় হইল, পুনরায় পাছে রক্তস্রাব আরম্ভ হয়। কিছু রাগত হইয়া আমি বলিলাম,- “হাসি-তামাসার কথা আমি কিছু বলি নাই। আমি তোমাদের পিতার বয়সের লোক, আমার কথায় এরূপ বিদ্রুপ করা তোমার উচিত নয়।” এই কথা বলিলাম বটে, কিন্তু কুসীর ভাব ও বাবুর হাসি দেখিয়া আমার নিশ্চয় প্রতীতি হইল যে, ইহাদের মধ্যে কোনপ্রকার পাপ নাই। ফোকুলা দিগম্বর sNAls viði (SS BS! ro www.amarboi.com ro RS