পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমি তাহাকে মানুষ করিয়াছি। তুমি তাকে ভাল কর, বাবা!” আমি উত্তর করিলাম,- “রসময়বাবুর সহিত আমার ভাই-সম্পর্ক। কুসুমকে আমি কন্যার মত দেখি। সে জন্য আপনি আমাকে বাবা বলিতে পারেন না। কুসুমকে ভাল করিতে আমি যথাসাধ্য চেষ্টা করিব। কিন্তু তাহার রোগের কারণ কি, তাহা জানিতে না পারিলে কি করিয়া আমি ঔষধ দিব?” মাসী বলিলেন,- “আর বৎসর এই সময় তাহার জ্বর-বিকার হয়। তাহার পর—” আমি বলিলাম,- “সে কথা নয়। আমি আপনাকে যে যে কথা জিজ্ঞাসা করিব, তাহার উত্তর ঠিক দিবেন কি না?” মাসী উত্তর করিলেন,- “তা কেন দিব না! আমার কুসীর প্রাণ বড়, না। আর কিছু বড়।” আমি বলিলাম,- “তবে আপনি বসুন। অনেক কথা আমি জিজ্ঞাসা করিব।” মাসী দ্বারের নিকট ভূমিতে উপবেশন করিলেন। আমি চারপাইয়ের উপর বসিয়া রহিলাম। আমি বলিলাম,- “কুসুমকে আমি ইহার পূর্বে দেখিয়াছি। দুই বৎসরের অধিক হইল, তাহার সহিত কাশীতে আমার সাক্ষাৎ হইয়াছিল। তাহার সহিত সে সময় একজন অল্পবয়স্ক পুরুষমানুষ ছিল। কুসুম তাহাকে ‘বাবু বলিয়া ডাকিত। কুসুম আমাকে বলিয়াছিল যে, ‘বাবু তাহার স্বামী। সে কথা যদি সত্য হয়, তাহা হইলে এসব আবার কি?” আমার পা দুইটি ভূমিতে ছিল। কুসুমের মাসী শশব্যস্ত হইয়া সেই পা জড়াইয়া ধরিলেন। মাসী বললেন,- “পাপ হউক, পুণ্য হউক, কুসীর ভূলর জন্য আমি এ কাজ করিতেছি। তোমার পায়ে পড়ি, তুমি কোন কথা প্ৰকাশ করিও করিলে বড় কেলেঙ্কারি হইবে। পৃথিবীতে আমি আর মুখ দেখাইতে পারিব না! হাড়ীক্ষণ না তুমি আমার কথা স্বীকার করবে, ততক্ষণ আমি তোমার পা ছাড়িব না।” g “ও কি করেন। ও কি করেন!” আমার পা সরাইয়া লইতে চেষ্টা করিলাম । কিন্তু মাসী কিছুতেই আমার পা ছাড়ি । আমি বড় বিপদে পড়িলাম। আমি বলিলাম,- “আপনি স্থির । কেহ যদি এ স্থানে আসিয়া পড়ে, তাহা হইলে সে কি মনে করিবে! যদি কুসুমের প্রতি নিতান্ত কোনরূপ অন্যায় না দেখি, তাহা হইলে আমি প্ৰকাশ করিব না। আপনাদের ঘরের কথায় আমার প্রয়োজন কি? পাপ হয়, পুণ্য হয়, তাহার জন্য আপনারা দায়ী। আমার তাহাতে কি? কিন্তু কুসীর প্রতি আপনারা কোন অত্যাচার করিতেছেন কি না, তাহা আমাকে বুঝিয়া দেখিতে হইবে?” মাসী উত্তর করিলেন,- “কুসীর প্রতি অত্যাচার! যাহার জন্য এই কলঙ্কের পসরা আমি মাথায় লইতেছি, তাহার প্রতি আমি অত্যাচার করিব! রায় মহাশয় কোন কথা জানে না।” আসি বলিলাম,- “রসময়বাবু যে কিছু জানেন না, তাহা আমি বুঝিতে পারিয়াছি। এখন বলুন, সে ‘বাবু কে? সে প্রকৃত কুসুমের স্বামী কি না? যদি কুসুমের সহিত তাহার বিবাহ হইয়া থাকে, তাহা হইলে পুনরায় তাহার বিবাহ দিতেছেন কেন?” ইতিপূৰ্ব্বে মাসী আমার পা ছাড়িয়া দিয়াছিলেন। এখন তিনি পুনরায় দ্বারের নিকট গিয়া বসিলেন। কাহাকেও আসিতে দেখিলে তিনি সাবধান হইতে পরিবেন, সে নিমিত্ত দ্বারের একটু বাহিরে বারেণ্ডাতে তিনি উপবেশন করিলেন। তাহার পর তিনি পূৰ্ব্ববৃত্তান্ত আমাকে বলিতে লাগিলেন। এই পূৰ্ব্ববৃত্তান্ত আমি আমার নিজের কথাতে বলিব; কুসুমের মাসী যেভাবে বলিয়াছিলেন, সেভাবে বলিব না। তাহার কারণ এই যে, তিনি সংক্ষেপে সকল কথা বলিয়াছিলেন। এই ফোকুলা দিগম্বর sNAls viði (SS BS! ro www.amarboi.com ro SAĐ&