পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমুদয় ঘটনার পরে অন্যান্য লোকের মুখ হইতে আমি যে সকল কথা সংগ্ৰহ করিতে সমর্থ হইয়াছি, তাহাও আমি এই বিবরণে যথাস্থানে সন্নিবেশিত করিলাম। তৃতীয় ভাগ প্ৰথম পরিচ্ছেদ সূতিকাগার কুসীর পূর্ববৃত্তান্ত অবগত হইতে হইলে, আমাদিগের চব্বিশ পরগণা জেলার অন্তঃপাতী সামান্য একখানি গ্রামে গমন করিতে হইবে। সেই গ্রামে একটি একতলা কোটা বাড়ী আছে, সেই কোটা বাড়ীতে দুইটি ঘর আছে। তাহার সম্মুখে একখানি চালাঘর আছে। সেই চালার শুক মুকুম মরুভূক্ত। সেই ভাগে বান্না হয়! গুর ভাগ আবৃত নহে, তাহাতে কাঠ পাতা ঘুটে প্রভৃতি দ্রব্য থাকে। (C) চালার সে ভাগে এখন কাষ্ঠ প্রভৃতি দ্রব্য নারিকেলপাতা দিয়া এখন সেই ভাগ সামান্যভাবে আবৃত করা হইয়াছে। পাতাগুলি এরূপ দূরে দূরে সন্নিবেশিত হইয়াছে যে, তাহা দ্বারা কেবল একটু সুড়ার্ল হইয়াছে মাত্র। আমি এখনকার কথা বলতেছি নষ্টস্স্পনের ষোল বৎসর পূৰ্ব্বে যাহা ঘটিয়াছিল, সেই কথা বলিতেছি। এ সমুদয় ঘটনা আমি চক্ষে দেখি নাই; সে স্থানে আমি উপস্থিতও ছিলাম না। কুসীর মাসী ও অন্যান্য লোকের মুখে যাহা শুনিয়াছি, তাহাই আমি বলিতেছি। বর্ষাকাল। দুৰ্জ্জয় বাদল। টিপটপ করিয়া সৰ্ব্বদাই জল পড়িতেছে। মাঝে মাঝে এক একবার ঘোর করিয়া প্ৰবল ধারায় বৃষ্টি হইতেছে। হু-হু করিয়া শীতল পূৰ্ব্ব-বায়ু প্রবাহিত হইতেছে। ঘর হইতে বাহির হয়, কাহার সাধ্য! এই দুৰ্য্যোগে নারিকেলপত্র দ্বারা আবৃত সেই চালার ভিতর এক ভদ্রমহিলা শয়ন করিয়া আছে। একখানি গলিত, নানাস্থানে ছিন্ন, পুরাতন ময়লা বস্ত্ৰ স্ত্রীলোকটি পরিধান করিয়াছিলেন। সেইরূপ একখানি ছিন্ন পুরাতন মাদুর ও ছোট একটি ময়লা বালিশ ভিন্ন আর কিছু বিছানা ছিল না। যে মৃত্তিকার উপর এই মাদুরটি বিস্তৃত ঝাপটা আসিতেছিল; তাহাতে বিছানা, স্ত্রীলোকটির পরিধেয় কাপড় ও সৰ্ব্বশরীর ভিজিয়া যাইতেছিল। সেই পাতার ফাঁক দিয়া সৰ্ব্বদাই বাতাস আসিতেছিল! সেই জলে, সেই বাতাসে, সেই ভিজা মেজেতে, সেই ভিজা মাদুরে সেই ভিজা কাপড়ে স্ত্রীলোকটি পড়িয়াছিল। এরূপ অবস্থায় সহজ মানুষের কম্প উপস্থিত হয়। কিন্তু সে স্ত্রীলোকটির অবস্থা সহজ ছিল না। বিছানার নিকট কিঞ্চিৎ দূরে কাঠের আগুন জুলিতেছিল। আগুন জলিতেছিল বটে, কিন্তু তাহাতে সে চালার ভিতর বিন্দুমাত্র উত্তাপের সঞ্চার হয় নাই। স্ত্রীলোক এবং আগুন এই দুইয়ের মধ্যস্থলে S8o দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboicon:5'"