পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেই প্ৰতীক্ষায় তিনি পথপানে চাহিয়াছিলেন। ৱসময়বাবু সন্ধ্যার পর আসিয়া উপস্থিত হইলেন। স্ত্রীর অবস্থা দেখিয়া তিনি অধীর হইয়া পড়িলেন। সেই রাত্রিতেই তিনি চারি ক্রোশ দূরে ডাক্তার আনিতে দৌড়িলেন। কিন্তু সে দুৰ্যোগে পালুকী-বেহারাগণ বাহির হইতে সম্মত হইল না। স্ত্রীর অবস্থা বলিয়া ডাক্তারের নিকট হইতে কিছু ঔষধ লইয়া বিরাসবদনে রাত্রি দুইটার সময় তিনি প্রত্যাগমন করিলেন। তৃতীয় পরিচ্ছেদ খুকীকে ভুলিও না পরদিন প্ৰাতঃকালে ডাক্তার আসিয়া উপস্থিত হইলেন। এরূপ রোগ আমি অনেক দেখিয়াছি; ভালরূপ চিকিৎসা হইলেও এ রোগ কচিৎ কেহ রক্ষা পাইয়া থাকে। ডাক্তার আসিয়া প্ৰথম সূতিকা-ঘর দেখিয়াই জলিয়া উঠিলেন। তিনি বলিলেন,- “এরূপ স্থানে সুস্থ মানুষ থাকিলেও মরিয়া যায়! কোন প্ৰাণে পীড়িতা প্ৰসূতিকে আপনারা এরূপ স্থানে রাখিয়াছেন?” রসময়বাবু কোন উত্তর করিলেন না। কিন্তু একজনুগ্ৰীণ প্রতিবাসী বলিলেন, — “আপনি যে বিলাতী সাহেব দেখিতে পাই। আপনার বাড়ীতে কি হয়? আপনি যখন জন্মগ্রহণ করিয়াছিলেন, তখন আপনার আঁতুড় ঘরের জন্থ'মীবৃবেল পাথরের মনুমেন্ট প্রস্তুত হইয়াছিল न दि?" ডাক্তার কিছু অপ্রতিভ হইয়া “প্ৰসূতিকে আপনারা ঘরের মধ্যে লইয়া যাইতে পারেন না?” রসময়বাবু উক্তর করিলেন, — “এ পল্লীগ্রাম। দুই চারিটা নারিকেলপাতা দিয়া চিরকাল আমাদের আঁতুড় ঘর হয়। আজ যদি আমি তাহার অন্যথা করি, তাহা হইলে সকলে আমার নিন্দা কৱিবে ।” ডাক্তার আর কোন কথা বলিলেন না, বলিবার বড় প্রয়োজনও ছিল না; কারণ, পীড়িতার তখন আসন্নকাল উপস্থিত হইয়াছিল। ঔষধের ব্যবস্থা করিয়া ডাক্তার চলিয়া গেলেন। পীড়িতা প্ৰসূতি যে এপাশ-ওপাশ করিতেছিলেন, ক্রমে তাহা স্থির হইয়া আসিল। নিঃশ্বাসপ্রশ্বাস কাৰ্য্য অতি কষ্টে সম্পন্ন হইতে লাগিল। রসময়বাবু ও তাঁহার শালী বুঝিলেন যে, আর অধিক বিলম্ব নাই। দুইজনে দুই পার্শ্বে বসিয়া রহিলেন। অবিরল ধারায় চক্ষুর জল পড়িয়া, দুইজনের বক্ষঃস্থল ভাসিয়া যাইতে লাগিল। অপরাহ প্ৰায় তিনটা বাজিয়া থাকিবে, এমন সময় রোগিণীর সহসা একটু জ্ঞানের উদয় হইল। বিস্মিত মনে তিনি চারিদিকে চাহিয়া দেখিলেন। তাহার পর অতি ধীরে ধীরে তিনি বলিলেন,- “এ কি! আমি কোথায়?” মস্তক অবনত করিয়া রসময়বাবু তাঁহার মুখের নিকট আপনার কর্ণ রাখিলেন। কিন্তু কিছুক্ষণ তিনি আর কোন কথা বলিলেন না। স্থিরভাবে তিনি যেন চিন্তা করিতে লাগিলেন। চিন্তা করিয়া তাহার যেন সকল কথা মনে হইল। তখন ভগিনীর মুখের দিকে চাহিয়া তিনি বলিলেন, — “দিদি!” ফোকুলা দিগম্বর sNAls viði (SS BS! ro www.amarboi.com ro S8wo