পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিকটে অগ্রসর হইয়া, ভগিনী মস্তক অবনত করিয়া, কান পাতিয়া রহিলেন। রোগিণী অতি মৃদুস্বরে জিজ্ঞাসা করিলেন,— “যা হইয়াছিল, তা আছে?” ভগিন উত্তর করিলেন,- “আছে বই কি?” এই বলিয়া তিনি তাড়াতাড়ি খুকীকে লইয়া তাঁহার সম্মুখে ধরিলেন। রোগিণী আস্তে আস্তে খুকীর ক্ষুদ্র হস্তটি ধরিয়া ভগিনীর হস্তের উপর রাখিয়া বলিলেন, — “তোমাকে দিলাম।” তাহার পর রসময়বাবুর হাতটি ধরিয়া তিনি সেইরূপ মৃদুস্বরে বলিলেন, — “বাবু! তবে যাই! কিছু মনে করিও না। তুমি পুনরায় বিবাহ করিবে। আমাকে একেবারে ভুলিও না। খুকী দিদির কাছে থাকিবে। খুকীকে ভুলিও না। তবে যাই।” অতি কষ্টে, হাঁপাইতে হাঁপাইতে, এক একটি করিয়া এই কথাগুলি তিনি রসময়বাবুকে বলিলেন। তাহার পর আর তিনি কথা কহিতে পারিলেন না। পরমুহুর্তেই তাঁহার ভগিনী কাদিয়া উঠিলেন। এই অল্প বয়সেই তাঁহার ইহলীলা সমাপ্ত হইয়া গেল। কাদিতে কাঁদিতে রসময়বাবু সে স্থান হইতে বাহির হইয়া আসিলেন। কিছুদিন পরে রসময়বাবুর শালী, -খুকীকে লইয়া স্বগ্রামে প্ৰস্থান করিলেন। রসময়বাবুও কলিকাতা চলিয়া গেলেন। রসময়বাবু একবার আমাকে বলিয়াছিলেন যে, তাহার অন্তঃকরণ নিতান্ত কোমল। সে কথা সত্য। বৰ্ম্মণীর মৃত্যুর পর তিনি যে ক্ষিপ্তপ্রায় হইয়াছিলেন, তাহা আমি স্বচক্ষে দেখিয়াছিলাম। আমি শুনিয়াছি যে, তাহার এই প্ৰথম স্ত্রী-বিয়োগের পরেও তিনি শোকে অধীর হইয়া পড়িয়াছিলেন। সূতিকাগারে পত্নীৱ রোগিণীর নিমিত্ত কলিকাতা হইতে তিনি এক বৃেন্তৰ্ল’ব্র্যাপ্তি লইয়া গিয়াছিলেন। শোকজীবিয়্যোগুর সময়বাবু এতদূর অধীর হইয়া পড়লেন যে, কাজ-কৰ্ম্ম তিনি আর কিছুই করিতে পারিাষ্ট্ৰন না। চাকরী ছাড়িয়া পাগলের ন্যায় তিনি দেশ চতুৰ্থ পরিচ্ছেদ নিবিড় বনে দেবকন্যা রসময়বাবুর শালী,-কন্যাটিকে প্রতিপালন করিতে লাগিলেন। যখন সে ছয় মাসের হইল, তখন তাঁহারা স্ত্রী-পুরুষে পরামর্শ করিয়া, তাহার নাম কুসুমকুমারী রাখিলেন। বলা বাহুল্য যে, তাহাকেই বিবাহ করিবার নিমিত্ত ফোকলা দিগম্বর মহাশয়ের শুভাগমন হইয়াছে। ব্ৰহ্মদেশে কৰ্ম্ম পাইয়া রসময়বাবু প্ৰথম প্রথম ভায়রা-ভাইকে চিঠি-পত্ৰ লিখিতেন। কুসীর প্রতিপালনের নিমিত্ত মাঝে মাঝে টাকাও পাঠাইতেন। কুসীর যখন পাঁচ বৎসর বয়স, তখন বৰ্ম্মণী তাঁহার গৃহের গৃহিণীত্ব-পদ প্রাপ্ত হইল। সেই সময় হইতে র্তাহার পানদােষও দিন দিন বৃদ্ধি হইতে লাগিল! ক্ৰমে ক্রমে তিনি ভায়রা-ভাইকে পত্ৰাদি লেখা বন্ধ করিয়া দিলেন। ক্ৰমে ক্ৰমে তিনি কুসীকে S88 fing <nž3. g3 ze - www.amarboi.comfoo3"*"***"****