পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিম্নগামী পথ দিয়া সে-ও দ্রুতবেগে নামিতে লাগিল। কিন্তু হায়! কথায় আছে যে,-“দেবি তুমি যাও কোথা? না, তাড়াতাড়ি যেথা ।” তাড়াতাড়িতে যুবকেরও পদস্থলিত হইল, যুবকও পড়িয়া গেল; সেই পিচ্ছিল নিম্নগামী পথ দিয়া একেবারে সে জলে গিয়া পড়িল। কিনারার অতি অল্পদুরেই গভীর জল ছিল। ক্ষণকালের নিমিত্ত যুবক একেবারে ডুবিয়া গেল, কিন্তু তৎক্ষণাৎ সে ভাসিয়া উঠিল। যদি সে সীতার না জানিত, তাহা হইলে, আজ এই স্থানে ঘোর বিপদ ঘটিত । তাহা হইলে, আমার এ পুস্তকও আর লেখা হইত না। যাহা হউক, সামান্য একটু সন্তরণ দিয়া, যুবক পুনরায় কূলে আসিয়া উপনীত হইল। সে স্থানে আসিয়া অতি সাবধানে অতি ধীরে ধীরে, পায়ের নখ আর্দ্র মৃত্তিকার উপর প্রোথিত করিয়া, পুনরায় সে উপরে উঠিতে লাগিল। যে স্থানে বালিকা উপবেশন করিয়াছিল, তাহার নিকটে আসিয়া সে-ও তাহার পার্শ্বে বসিয়া পড়িল । যুবক যখন মাছ ধরিতেছিল, তখন কুসী। তাহাকে দেখে নাই। তাহার পর বনে যখন শব্দ হইতে লাগিল, তখন সে মনে করিল যে, গরু-বাছুরে বুঝি এইরূপ শব্দ করিতেছে। ঘাটের উপর আসিয়া যুবক উপস্থিত হইলে, কুসী। সেই দিকে চাহিয়া দেখিল। সেই নিৰ্জ্জন স্থানে অকস্মাৎ একজন মানুষ দেখিয়া তাহার অতিশয় ভয় হইল। পরীক্ষণেই যখন সেই মানুষ উপবিষ্ট অবস্থায় দুই হাত দুই দিকে মাটিতে রাখিয়া হুড় হুড় শব্দে অতি দ্রুতবেগে জল অভিমুখে নামিতে লাগিল, তখন কুসী ঘোরতর বিস্মিত হইল। অবশেষে যখন সে জলে ডুবিয়া গেল, তখন তাহার ভায়ের আর সীমা রহিল না। লোকুড়কিবার নিমিত্ত সে চীৎকার করিতে উদ্যত হইল। কিন্তু পরীক্ষণেই সে-মানুষ ভাসিয়া উঠিী এ সমুদয় ঘটনা অতি অল্পকালের মধ্যেই ঘটিয়া গেল। একটি ঘটনার পর আর এত সত্ত্বর ঘটিয়া গেল যে, কোন অবস্থায় কি করা। কৰ্ত্তব্য সে কথা ভাবিবার র নিমিত্ত কুসী। আর সময় পাইল না। সঁতার দিয়া কৃলে উপনীত হইয়াও যুবক র উঠিতে পারে নাই। স্থানটি এমনি পিচ্ছিল ছিল, আর নিকটেই জল এত যে, দুই-তিন বার চেষ্টা করিয়াও সে সোজা হইয়া দাঁড়াইতে চেষ্টা করিল। কিন্তু সে উঠিতে পারিল না। তাহার দক্ষিণ পায়ের গাঠিতে অতিশয় বেদনা হইল। পড়িয়া গিয়া তাহার পায়ে যে আঘাত লাগিয়াছে, পূৰ্ব্বে সে জানিতে পারে নাই। উঠিতে গিয়া এখন সে তাহা জানিতে পারিল। ষষ্ঠ পরিচ্ছেদ পায়ে বড় ব্যথা যাহা হউক, অতি কষ্টে উপরে উঠিয়া যুবক বালিকার নিকট আসিয়া বসিল । ইহার পূৰ্ব্বেই কুসীর ক্ৰন্দন থামিয়া গিয়াছিল। এখন আর বিপদের আশঙ্কা নাই। যে ভাবে যুবকের পতন হইয়াছিল, কুসীর এখন তাঁহাই স্মরণ হইল। কুসীর গণ্ডদেশ কিঞ্চিৎ কুঞ্চিত হইয়া ওষ্ঠীদ্বয়ে ঈষৎ হাসির চিহ্ন উদিত হইল। যুবকও হাসিয়া ফেলিল। ফোকুলা দিগম্বর Հ8Գ sNAls viði (SS BS! ro www.amarboi.com ro