পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতায় সৰ্ব্বদা আবদ্ধ থাকিতে হয়; সে জন্য পল্লীগ্রামে আসিয়া হীরালালের আর আনন্দের সীমা নাই। সকাল, সন্ধ্যা, সে মাঠে-ঘাটে ভ্রমণ করিত; এর বাড়ী, তার বাড়ী যাইত। আর যখন তখন পুটুলে ছিপগাছটি লইয়া, এ-পুকুর সে-পুকুর করিয়া বেড়াইত। বড় মাছ ধরিবার নিমিত্ত ছিপ ফেলিয়া, তীর্থের কাকের ন্যায় একদৃষ্টি ফাতাপানে চাহিয়া থাকিবার ধৈৰ্য कोशल श्नि नी। সেই দিন সন্ধ্যাবেলা হীরালাল ও রামপদ পুস্তক হাতে লইয়া বসিল। “অধ্যয়ন করিতেছি” এই কথা বলিয়া, মনকে প্ৰবোধ দিবার নিমিত্ত তাহারা পুস্তক হাতে লইয়াছিল, পড়িবার নিমিত্ত নহে। পুস্তক হাতে করিয়া গল্প-গুজব করিলে, বড় একটা দোষ হয় না। দুই জনেই কিন্তু সুবুদ্ধি বালক। বিদ্যালয়ে ইহাদের বিলক্ষণ সুখ্যাতি আছে। ছুটীর সময় দিন-কত আলস্যে কাটাইলে বিশেষ কোন ক্ষতি হইবে না:- এইরূপ মনে করিয়া পড়া-শুনা আপাততঃ তাহারা তুলিয়া রাখিয়াছে। অন্যমনস্কভাবে পুস্তকখানির পাতা উল্টাইতে উল্টাইতে হীরালাল বলিল,- “রামপদ! আজি ভাই আমি এক Adventureয়ে (ঘটনায়) পড়িয়ছিলাম।” রামপদ বলিল,-“এক প্ৰকাণ্ড বাঘ তোমাকে গ্ৰাস করিতে আসিয়াছিল? আর তুমি অসীম বীরত্ব প্ৰদৰ্শন করিয়া তাহার পা ধরিয়া আছাড় মারিয়াছিলে?” হীরালাল কিছু রাগতঃ হইয়া উত্তর করিল,- “তামাসার কথা নয়। বড়ই শোচনীয় অবস্থা। আহা! এরূপ সোনার প্রতিমা কতই না কষ্ট ! তাহার সেই মলিন মুখখানি মনে করিলে, আমার বুক ফাটিয়া যায়।” রামপদ বলিল,— “বুঝিয়াছি কি জুমি ল’ভে (ভালবাসায়) পড়িয়াছ। তুমি কুসীকে দেখিয়াছ। আমার অনুমান যদি ঠিক হয়? তাহা হইলে তোমাকে দোষ দিই না। পথের লোকও কুসীর রূপে মোহিত হয়; হইয়া তাহার পানে চাহিয়া দেখিতে হয় । কেন যে এখনও কোনও বড়মানুষের ঘরে বিবাহ হয় নাই, তাহাই আশ্চৰ্য্য কথা। যদি এক গোত্র না হই, তাহা হইলে আমি কুসীকে বিবাহ করিতাম।” হীরালাল উত্তর করিল,— “ল’ভে পড়ি আর না পড়ি, কিন্তু এরূপ লক্ষ্মীরূপিণী বালিকা যে অন্ন-বস্ত্রের কষ্ট পাইতেছে, তাহা শুনিলে বড় দুঃখ হয়। এই পাড়াগায়ে, গরীবের ঘরে, এমন অদ্ভুত সুন্দরী কন্যা কি করিয়া জন্মগ্রহণ করিল, তাই আমি ভাবিতেছি।” রামপদ বলিল,- "Full many a gem of purest ray serene, The dark unfathoned caves of ocean bear; Full many a flower is born to blush unseen, And waste its sweetness in the desertair." কত শত মণি যার কিরণ উজ্জ্বল, সিন্ধু-মাঝে আছে যথা সলিল অতল। ʻ ́***7"ʼ"°° fGNRIligi oiiğiq5 q<5 38! ~v www.amarboi.com ~v SRGS