পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কত শত ফুল ফুটে অরণ্য-ভিতর, বৃথা নষ্ট হয় যার গন্ধ মনোহর॥] কুসীকে তুমি কোথায় দেখিলে?” হীরালাল যে স্থানে মাছ ধরিতে গিয়াছিল, সেই পুকুরে কুসী। কিরূপে পড়িয়া গিয়াছিল, অবশেষে মাসীর সহিত কিরূপ কথাবাৰ্ত্ত হইয়াছিল, আদ্যোপান্ত সমুদয় কথা সে রামপন্দর নিকট বর্ণনা করিল। তাহার পর হীরালাল বলিল,— “ইংরেজী পুস্তকে সেকালের নাইট (বীর) দিগের কথা অনেক পড়িয়াছি। কিরূপে কোন দুৰ্ব্বত্ত দানব পরমাসুন্দরী কোন রাজকন্যাকে হরণ করিয়া দুৰ্গমধ্যে আবদ্ধ করিয়া রাখিত, কিরূপে কোন বীর তুমুল যুদ্ধ করিয়া সেই দানবকে নিধন করিয়া রাজকন্যার উদ্ধারসাধন করিত, কিরূপ অশ্রুপূর্ণ নয়নে সেই যুবতী কৃতজ্ঞতা প্রকাশ করিত, সেই ঢুলু-চুলু নয়নের কুটিল কটাক্ষে দিশাহারা হইয়া কিরূপে বীর আপনার মন-প্ৰাণ তাহার পায়ে সঁপিত, আজ সেই সকল কথা ক্রমাগত আমার মনে উদিত হইতেছে।” রামপদ বলিল,- “দেখ, হীরালাল! তাহারা গরীব, তাহারা পীড়িত, তাহারা বিপন্ন। তাহাদের কথা লইয়া এরূপ তামাসা-ফষ্টি করা তোমার উচিত নয়। তাহারা আমাদের প্ৰতিবাসী। আমরা ও গ্রামের সকলে তাহদের রক্ষক।” হীরালাল বলিল,- “তুমি রাগ কর, এমন কথা আমি কিছু বলি নাই। আমি প্রকৃতই তাহাদের দুঃখে নিতান্ত দুঃখিত হইয়াছি। আমা দ্বারা র। যদি কোন সাহায্য হয়, তাহা করিতে আমি প্ৰস্তুত আছি।” রামপদ উত্তর করিল,- “তাহারা তোমার ধা হয় ভিক্ষা প্রার্থনা করে নাই ।” হীরলাল বলিল,- “তুমি এই বলিলে যে তোমার সগোত্র, তবে তুমি রাগ কর কেন?” রামপদ হাসিয়া উঠিল । রামপদ * - “হীরালাল! তোমার সহিত আমার কখনও ঝগড়া হয় নাই, আজও হইবে না।” তাহার পর, কুসী, তাহার পিতা, ও মেসোমহাশয়ের সমুদয় পরিচয় রামপদ প্ৰদান করিল; আর তাহাদের বর্তমান অবস্থা কি, তাহাও সে হীরালালকে বলিল। তাহদের অবস্থার কথা শুনিয়া, হীরালালের মনে আরও দুঃখ হইল । নবম পরিচ্ছেদ নানা প্ৰতিবন্ধকতা লাগিল। অবশেষে অনেক ভাবিয়া-চিন্তিয়া মনে মনে সে এই স্থির করিল যে, “কুসীর সহিত আর আমি সাক্ষাৎ করিব না। সাক্ষাৎ করিয়া কোন ফল নাই; মনে অসুখ হইবে ব্যতীত আর সুখ হইবে না।” পরদিন প্ৰাতঃকালে উঠিয়া সে মাঠের দিকে বেড়াইতে গেল। মাঠে যাইলে কি হইবে, মন SQG?*Sq ifting -ibs gas sel - www.amarboiconf:"""