পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঘরে ইহারা বিবাহ করিবে না।” সেই দিন সন্ধ্যাবেলা হীরালাল বলিল,- “রামপদ! কুসীদের অবস্থা আমি যতই ভাবিতেছি, ততই আমার মনে দঃখ হইতেছে। কুসীর মেসো-মহাশয় অধিক দিন বোধ হয়, আর বঁচিবেন না; তখন ইহাদের দশা কি হইবে?” রামপদ উত্তর করিল,— “তুমি দুই দিনের জন্য এস্থানে আসিয়াছ, ইহাদের কথায় তোমার থাকিবার আবশ্যক কি? তুমি যদি না আসিতে, তাহা হইলে কি হইত? পাড়া-প্ৰতিবাসী আমরা পাঁচজনে আছি, আমরা অবশ্য দেখিতাম।” হীরালাল বলিল,- “তবে এখন দেখ না কেন? সে দিন দুপিয়সার একটা মেটে কলসীর জন্য সে কাঁদিতে লাগিল। নিতান্ত অভাব না হইলে, দুই পয়সার কলসীর জন্য কেহ কঁদে ना।" রামপদ বলিল,- “তাহদের প্রতি যদি তোমার এতই দয়া হইয়াছে, তাহা হইলে তাহাদের দুঃখ নিবারণ করা না কেন? কুসী ব্ৰাহ্মণের মেয়ে, মনে করিলেই তুমি তাহাকে বিবাহ করিতে পার। তুমি বড় মানুষের ছেলে, তোমাদের অর্থের অভাব নাই; তুমি কুসীকে বিবাহ করিলেই তাহাদের দুঃখমোচন হয়।” হীরালাল উত্তর করিল,- “মনে করিলেই আমি সে কাজ করিতে পারি না। অনেক প্ৰতিবন্ধক আছে।” রামপদ জিজ্ঞাসা করিল,— “প্রতিবন্ধক কি, তা পাই না?” হীরালাল উত্তর করিল,— “আমি স্বভাব কুলীন, বিবাহ করিলে আমার কুল ভাঙ্গিয়া যাইবে।” ○ রামপদ বলিল,—“লেখা-পুড়া শিবিদ্যার্ডেমীর বিদ্যা বড় মন্দ হয় নাই। এক কৰ্ম্ম করাপাঁচ শত বিবাহ কর, নম্বর-ওয়ারি পত্নীদিহিঙ্গীর খাতা কর, এ শ্বশুরবাড়ী হইতে সে শ্বশুরবাড়ী গস্ত করিয়া বেড়াও, দুই-তিন বৎসর অস্ট্রির এক এক শ্বশুরবাড়ী গিয়া দেখা যে, চমৎকার খোকাখুকী দ্বারা তোমার স্ত্রীর কোল হইয়া আছে।” হীরালাল উত্তর করিল,-“কুলীনগিরি কথা ছাড়িয়া দিলাম। আমি স্বকৃতভঙ্গ হইলেও চারি পুরুষ পৰ্যন্ত বংশের সম্মান থাকিবে; ততদিন কুলীনগিরি উঠিয়া যাইবে। কিন্তু বিশেষ প্রতিবন্ধক এই যে, আমার পিতামাতা বৰ্ত্তমান। পিতার আমতে এ কাজ কি করিয়া করি? তাহার পর, দেশে এক ব্যক্তির কন্যার সহিত বিবাহ দিবেন। বলিয়া, শিশুকাল হইতে পিতা আমার সম্বন্ধ স্থির করিয়া রাখিয়াছেন। সে ব্যক্তির এই এক কন্যা ব্যতীত অন্য সন্তান-সন্ততি নাই। তাঁহার সমুদয় বিষয় আমি পাইব ।” রামপদ উত্তর করিল,-“সম্পত্তির কখা বড় ধরি না। কিন্তু তোমার পিতার অমতে এরূপ কােজ তুমি কি করিয়া করিবে, তাহাই ভাবিতেছি।” হীরালাল বলিল,-“তাহা করিলে পিতা আর আমার মুখদর্শন করিবেন না।” রামপদ বলিল,-“তুমি কলিকাতা চলিয়া যাও; আর তুমি এ স্থানে থাকিও না।” Sce দুনিয়ার পাঠক এক হও! ~ wamboicom 267