পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ তোমার কি মত হীরালাল সত্বর কলিকাতা চলিয়া যাইবে, ইহাই স্থির হইল। পরদিন প্ৰাতঃকালে সে কুসীকে একবার দেখিতে যাইল । মেসো-মহাশয়ের বাটীতে গমন করিয়া তাহার নিকট ও মাসীর নিকট সে বিদায় গ্ৰহণ করিল। তাহার পর, কি সূত্রে কুসীর নিকট বিদায় গ্ৰহণ করিবে, তাহাই সে ভাবিতে লাগিল । হীরালাল যখন তাহাদের বাটীতে আসিল, তখন কুসী পিড়াতে মাদুরে বসিয়া পৈতা কাটিতেছিল। দূর হইতে হীরালালকে দেখিয়া সে কাটনার ডালাটি আপনার পশ্চাতে লুক্কায়িত করিল ও তাহার পর ভালমানুষের মত পুনরায় দেয়াল ঠেস্ দিয়া বসিল। হীরালাল কিন্তু ডালা দেখিতেছিল। কুসী এখনও চলিতে ফিরিতে পারে না। হীরালাল তাহার নিকট গিয়া বসিল,- “তোমার পায়ের ব্যথা কমে নাই? তুমি বোধ হয়, ভাল করিয়া ঔষধ দাও না। কাই! তোমার • cप्धाशि!!' যদি বা পা একটু খোলা ছিল, তা হীরালালের এই কথা শুনিবা মাত্র সমুদয় পা-টুকু কুসী ভাল করিয়া কাপড় দিয়া ঢাকিয়া ফেলিল। হীরালাল হাসিয়া বলিল,— “বা! বেশ! আমি পা দেখিতে চাহিলাম, তুমি আরও ভাল করিয়া ঢাকিয়া ফেলিলে! তােমার যে পায়ে আঘাত লুপ্তয়ছে, সেই পা একবার আমি দেখিব, তাহাতে দোষ কি আছে?” (9 মাসীও,— কুসীকে বকিতে লাগিলেন। মাসীতাঞ্জলি - “একবার পাটা দেখাইতে দোষ কি আছে? মেয়ের সকল তাতেই লজ্জা!” হীরালাল কুসীর নিকটে বসিয়া jইরালাল বলিল,— “যদি তুমি আপনি দেখাও তো ভাল, তা না হইলে এখনি তোমার টানিয়া বাহির করিব। তখন বেদনায় তুমি কাদিয়া ফেলিবে ।” নিরুপায় হইয়া কুসী পা একটু বাহির করিল; কিন্তু হীরালাল যাই পা টিপিয়া দেখিবার উপক্রম করিল, আর কুসী। তাড়াতাড়ি পুনরায় ঢাকিয়া ফেলিল। হীরালাল ঈষৎ হাসিয়া বলিল,— “ভয় নাই! তোমার পা আমি খাইয়া ফেলিব না। একটু হাত দিয়া দেখি, কোথায় অধিক ব্যথা, তাহা হইলে বুঝিতে পারিব।” পুনরায় পা বাহির করিতে কুসী কিছুতেই সম্মত হইল না। মাসী বকিতে লাগিলেন। হীরালাল বুঝাইতে লাগিল। অনেক সাধ্যসাধনার পর অগত্যা পুনরায় সে পায়ের তলভাগ একটু বাহির করিল। যে যে স্থান স্ফীত হইয়াছিল ও যে যে স্থানে বেদনা ছিল, হীরালাল ধীরে ধীরে টিপিয়া দেখিতে লাগিল । পা পরীক্ষা করিতে করিতে হীরালাল অতি মৃদুস্বরে বলিল,- “কুন্সী কাল আমি কলিকাতা চলিয়া যাইব ।” হীরালাল যাই এই কথা বলিল, আর কুসী তৎক্ষণাৎ আপনার পা সরাইয়া লইল । যে পা আজ কয়দিন সে অতি ভয়ে-ভয়ে অতি ধীরে ধীরে নাড়িতে-চাড়িতেছিল, এখন ব্যথা, বেদনা, ক্লেশ সব বিস্মৃত হইয়া, সেই পা অতি সত্বর সে সরাইয়া লইল। কিন্তু এরূপ করিয়া তাহার যে বেদনা হয় নাই তাঁহা নহে, কারণ, সেই মুহুৰ্ত্তেই ক্লেশের চিহ্ন তাহার মুখমণ্ডলে প্রতীয়মান হইল।

  • ""* flala -isa gis so a www.amarboi.com N SGłół