পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বড় ঘরের নিকট সামান্য একটি রান্নাচালা ছিল। কুসীর মাসী তাহার ভিতর রন্ধন করিতেছিলেন। তিনি গোপনভাবে হীরালাল ও কুসীর ভাব-ভক্তি নিরীক্ষণ করিতেছিলেন। কিন্তু তাহাদের কথাবাৰ্ত্তা তিনি শুনিতে পান নাই। হীরালাল চলিয়া যাইলে, তিনি বড় ঘরে প্ৰবেশ করিয়া হাসিতে হাসিতে স্বামীকে বলিলেন,- “বিধাতা বা আপনি কুসীর বর আনিয়া ब्लिन्” তাহার স্বামী বলিলেন,- “তুমি পাগল না কি?” গৃহিণী বলিলেন,—“দেখিতে পাইব!” এই বলিয়া পুনরায় তিনি রান্নাচালায় প্রতি গমন করিলেন। দ্বাদশ পরিচ্ছেদ The Die is Cast বাটী গিয়া হীরালাল বলিল,— “রামপদ! The Die is cast” (পাশা ফেলিয়াছি;-অর্থাৎ এ রামপদ জিজ্ঞাসা করিল,—“কি হইয়াছে?” ৫৫%, হীরালাল উত্তর করিল,- “কুসীর মুখে ভুঞ্জ তাহাদের সংসারের কথা যাহা শুনিলাম, তাহাতে আমার মন বড়ই অস্থির হইয়াছে ভূমি তাঁহাকে নিশ্চয় বিবাহ করিব।” রামপদ বলিল,— “তোমার পি ట్రో হীরালাল উত্তর করিল,- “আমার কপালে যাহা থাকে, তাহাই হইবে। পিতা অতিশয় রাগ করবেন, সে বিষয়ে আর কোন সন্দেহ নাই। তিনি যেরূপ দৃঢ়প্ৰতিজ্ঞ লোক, তাহাতে চাই কি আমাকে বাড়ী হইতে তাড়াইয়া দিলেও দিতে পারেন; আমাকে ত্যাজ্য পুত্র করিলেও করিতে পারেন। কিন্তু সে ভয় করিয়া আমি কাপুরুষ হইতে পারি না। আমি যাহা শুনিলাম, তাহা শুনিয়া যদি আমি চুপ করিয়া থাকি, যদি যথাসাধ্য তাহার প্রতিকার করিতে চেষ্টা না করি, তাহা হইলে আমা অপেক্ষা নরাধম। আর পৃথিবীতে নাই। এখন তুমি সহায়তা কর।” রামপদ জিজ্ঞাসা করিল,- “এ বিষয়ে আমি তোমার কি সহায়তা করিতে পারি?” হীরালাল উত্তর করিল,- “তুমি কুসীর মেসো-মহাশয়ের নিকট গমন কর। তাঁহাকে এ বিষয়ে সম্মত কর । তাহার নিকট কোন কথা গোপন করিবে না । আমি যে পিতার বিনা অনুমতিতে এ কাজ করিতেছি, তাঁহাকে সে কথা বলিবে। পিতার অনুমতি প্রার্থনা করিতে গেলে, এ কাজ যে কিছুতেই হইবে না, তাহাও তাঁহাকে বলিবে। এই কাজের জন্য আমার পিতা যে আমাকে বাড়ী হইতে দূর করিয়া দিতে পারেন, তাহাও তাঁহাকে বলিবে। কারণ, যদি তাহাদের মনে টাকা কি গহনার লোভ থাকে, আর কাৰ্য্যে যদি তাহা না হয়, তাহা হইলে পরে তাহারা আমার উপর দোষারোপ করিতে পারেন। সেজন্য কোন কথা তাহাদিগের নিকট গোপন করিবে না। আর একটা কথা, এই বিবাহকাৰ্য আপাততঃ গোপনে সম্পন্ন করিতে হইবে, দুই বৎসর কাল এ কথা গোপন রাখিতে হইবে। তাহার পরে যাহা হয় হইবে।” ʻ°"*”""ʼ° ifGnRIlsf °itäq° q<q5 zR8! ~v www.amarboi.com v SIG?»