পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এ বিষয়ে আর অধিক কিছু বলিবার নাই। যতদিন কুসীর পায়ে বেদনা ছিল, ততদিন হীরালাল আসিয়া তাহার নিকট বসিয়া গল্প করিত। বেদনা ভাল হইয়া গেলে পাছে হীরালাল আর না আসে, পাছে সেরূপ কথাবাৰ্ত্তা আর না হয়, সেজন্য কুসীর পা সুস্থ হইতে কি কিছু বিলম্ব হইয়াছিল? অবশেষে তাহার পা যখন একান্তই ভাল হইয়া গেল, তখন কুসী। কি পায়ের উপর রাগ করে নাই? কি জানি!! পরের কথায় আমার আবশ্যক কি! আর একটি কথা, ইহার মধ্যে হীরালালের সহিত কুসীর কি একবারও বিবাদ হয় নাই? একবার কেন? প্রায় প্রতি দিনই বিবাদ হইত। কিরূপে পায়ে ঔষধ দিতে হইবে, তাহা লইয়া বিবাদ হইত। হীরালাল দুই বেলা কুসীর কাটনা ডালা ভাঙ্গিয়া দিতে যাইত, তাহা লইয়া বিবাদ হইত। হীরালাল নিজে পৈতাসূতা কাটিতে গিয়া কুসীর টেকে আড়া করিয়া দিত; তাহা লইয়া ঝগড়া হইত। এইরূপ নানা কারণে দুইজনে বিবাদ হইত। কুসী বড় দুষ্ট! বিবাদের পর প্রায় এক মিনিট কাল সে হীরালালের সহিত কথা কহিত না, মুখ হাঁড়ি করিয়া বসিয়া থাকিত। হীরালাল সেজন্য মাসীর নিকট নালিশ করিত। মাসী বলিতেন,-“যা বাছা! তোদের ও শিয়াল-কুকুরের ঝগড়া!” সেই কথা শুনিয়া কাজেই কুসীর মুখে হাসির উদয় হইত, কেঁজেই তাঁহাকে পুনরায় কথা কহিতে হইত। হায়! সে এক সুখের দিন গিয়াছে! 9 হীরালালের ছুটি ফুরাইল, পরদিন যাইবে । সেদিন কতবার হীরালাল কুসীর নিকট বিদায় গ্ৰহণ করিতে গিয়াছিহঁক” বিদায় গ্ৰহণ আর ফুরায় না। ভাগ্যে নিমাই হালদারের বাড়ী গ্রামের প্রান্তভাগে ছিলঠা না হইলে, পাড়ার লোকে কি মনে করিত, কে W3C ନମ୍ବ ! এই সকল বিদায় গ্রহণের সময়, একবার হীরালাল জিজ্ঞাসা করিল,- “কুসী! তুমি লিখিতে-পাঁড়িতে পাের?” কুসী। উত্তর করিল,- “রামপদ ও গ্রামের অন্যান্য লোক মেয়েদের একটি স্কুল করিয়াছে। ছেলেবেলা সেই স্কুলে আমি পড়িতে যাইতাম। আমার মাসীও লেখা-পড়া জানেন। তাঁহার নিকট আমি রামায়ণ ও মহাভারত পড়িতে শিখিয়াছিলাম।” হীরালাল বলিল,— “আমি তোমার নিকট খানিকত খাম দিয়া যাইব । তাহার উপর আমার নাম ও কলিকাতার ঠিকানা লেখা থাকিবে। মাঝে মাঝে আমি তোমাকে পত্ৰ দিব। তোমার মেসো-মহাশয় কেমন থাকেন, তুমি আমাকে লিখিবো।” মেসো-মহাশয় কেমন থাকেন, কেবল তাহাই জানিবার নিমিত্ত হীরালালের বাসনা। কুসীর চিঠিতে যে আর কোন কথা লেখা থাকে, তাহা তাহার বাসনা নয়। না, মোটে নয়,-- একেবারেই নয়! হীরালাল! পৃথিবীর লোক কি সব বোকা! পরদিন ইরালাল ও রামপদ কলিকাতা যাত্রা করিল। иašli -ij d 93 33! - www.amarboi.com u