পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্ৰয়োদশ পরিচ্ছেদ শুভ সংবাদ বা মন্দ সং কলিকাতা প্ৰত্যাগমন করিয়া হীরালাল কলেজে অধ্যয়ন করিতে লাগিল। পিতা তাহাকে যে খরচ দিতেন, তাহা হইতে কিছু কিছু বঁাচাইয়া মেসো-মহাশয়ের নিকট সে পাঠাইত। মেসোমহাশয়ের সংসারে অন্নকষ্ট দূর হইল। বড়দিনের ছুটীর সময় হীরালাল দেশে গমন করিল। হীরালালের আর দুই জ্যেষ্ঠ ভ্রাতা ছিল। কিন্তু মাতা,-কনিষ্ঠ পুত্র হীরালালকে অধিক ভালবাসিতেন। সে যখন যাহা চাহিত, তাহাকে তিনি দিতেন। মাতার নিকট হইতে কিছু টাকা লইয়া হীরালাল কলিকাতায় প্রত্যাগমন করিল। কলিকাতায় প্রত্যাগমন করিয়া মেসো-মহাশয়কে সে স্থানে আনিবার নিমিত্ত সে রামপদকে তাহাদিগের গ্রামে প্রেরণ করিল। স্ত্রী ও কুসীকে লইয়া অল্পদিন পরে তিনি কলিকাতায় আসিয়া উপস্থিত হইলেন। হীরালাল তাঁহাদের জন্য একটি বাটী ভাড়া করিয়াছিল। তাহারা সেই বাটীতে রহিলেন। বড় বড় ডাক্তার আনিয়া, হীরালাল মেসো-মহাশয়কে দেখাইল। কিছুদিন ডাক্তারি চিকিৎসা চলিল; কিন্তু তাহাতে বিশেষ কিছু উপকার হইল না। অবশেষে তাঁহার কবিরাজী চিকিৎসা হইতে লাগিল । পৌষ মাসে মেসো-মহাশয় কলিকাতা আসিয় মাসে হীরালালের সহিত কুসীর বিবাহকাৰ্য সম্পন্ন হইল। মেসো-মহাশয় পীড়িত9 কুসীর মাসী কন্যা সম্প্রদান ikykSiyyiyky iikyyyi yyiSiZikkek ukSeS হীরালালের তিন-চারি জন বন্ধু, w সধবা ব্ৰাহ্মণী,-বিবাহকালে কেবল এই কয়জন উপস্থিত ছিলেন। মেসো- র গ্রামের লোক, অথবা তাহার কি হীরালালের আত্মীয়-স্বজন কেহই এ কথা জানিতে পারিল না। দুই বৎসর কাল এ কথা গোপন রাখিতে হইবে, তাহাই তখন স্থির হইল। বিবাহের কিছুদিন পরে মেসো-মহাশয় কুসীকে লইয়া স্বগ্রামে প্ৰত্যাগমন করিলেন । পরবৎসর পূজার পূৰ্ব্বে হীরালাল শুনিল যে, তড়িৎ-চিকিৎসায় পক্ষাঘাত রোগের বিশেষ উপকার হয়। সেজন্যও বটে, আর কুসীর সহিত সাক্ষাৎ হইবে বলিয়াও বটে, রামপদ দ্বারা পুনরায় সে মেসো-মহাশয়কে কলিকাতায় আনয়ন করিল। কুসীর সহিত হীরালালের যে বিবাহ হইয়াছিল, রামপদ ভিন্ন গ্রামের অন্য কেহ সে কথা জানিত না। সৰ্ব্বদা যাতায়াত করিলে প্রতিবাসীদিগের মনে পাছে কোনরূপ সন্দেহ জন্মে, সেজন্য হীরালাল নিজে আর সে গ্রামে বড় যাইত না। সংসার-খরচ ও কলিকাতা-গমনের ব্যয় সম্বন্ধে কুসীর মাসী সকলকে বলিয়াছিলেন যে, তাহার ভগিনীপতি, অর্থাৎ কুসীর পিতা, পুনরায় টাকা পাঠাইতে আরম্ভ করিয়াছেন। মেসো-মহাশয় সপরিবারে কলিকাতা আগমন করিলেন। হীরালালের উদ্যোগে তাঁহার তড়িৎ-চিকিৎসা হইতে লাগিল। ক্রমে পূজার সময় উপস্থিত হইল। কলিকাতার বিদ্যালয়সমূহ পূজার ছুটিতে বন্ধ হইল। সেই অবকাশে কুসীকে লইয়া হীরালাল কাশী বেড়াইতে গেল। মাসী ও মেসো-মহাশয় কলিকাতায় রহিলেন । হীরালালের অনেক দেশের লোক কাশী-বাসী হইয়া আছে। পাছে তাহাদের সহিত সাক্ষাৎ হয়, পাছে তাহারা ইরালালের বাসায় আসিয়া কুসীকে দেখিতে পায়, সেই ভয়ে সে কাশীর SRINGSR দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.comশ্মির্ত্য" "****