পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্দশ পরিচ্ছেদ ঘোরতর অপমান মেসো-মহাশয়ের মৃত্যুর অল্পদিন পরেই বি-এল পরীক্ষার সময় আসিয়া উপস্থিত হইল। কুসীর অবস্থা স্মরণ করিয়া, হীরালাল রাত্রিদিন পরিশ্রম করিয়াছিল। বি-এল পরীক্ষায় সে অনায়াসে উত্তীর্ণ হইল। এম-এ পরীক্ষা সে দিয়াছিল কি না, তাহা আমি জানি না, বলিতে পারি না। বি-এল পরীক্ষায় উত্তীর্ণ হইয়া, হীরালাল তৎক্ষণাৎ দেশে গমন করিতে পারে নাই। বৈশাখ মাসে সে দেশে গমন করিল। দেশ হইতে কুসীকে যে দুইখানি পত্র সে লিখিয়াছিল, তাহা আমি দেখিয়াছি। কুসী ও হীরালাল, এই দুইজনের মধ্যে যেরূপ পবিত্ৰ প্ৰণয়, তাহাতে সে পত্ৰ সাধারণের পাঠোপযোগী নহে। এরূপ অবস্থায় বাক্য দ্বারা মনের ভাব প্ৰকাশ করিতে না পারিয়া, হৃদয়ের আবেগে মানুষ কত কি যে বলিয়া ফেলে তাহা পাঠ করিলে লেখককে পাগল বলিয়া সন্দেহ হয়। হীরালালকে সাধারণের নিকট হাস্যাস্পদ করা আমার অভিপ্ৰায় নহে। সে নিমিত্ত দুইখানি চিঠির কেবল সারাংশ এ স্থানে আমি প্ৰদান করিলাম। প্রথম চিঠির সারাংশ এইরূপ,- “প্ৰাণাধিকা কুসী! আমি নিরাপদে বাটী পৌঁছিয়াছি। আমাকে দেখিয়া পিতা, মাতা, ভ্ৰাতা সকলেই সাতিশয় আনন্দিত হইয়াছেন। পিতার নিকট এখনও আমাদের কথা বলিতে সাহস করি নাই। এত আনন্দে পাছে নিরানন্দ হয়, এত আদরে অনাদর হয়, সেই ভয়ে আমি যেন কাপুরুষের মত হইয়া আছি। কিন্তু শীঘ্রই আমার্কে সে কথা বলিতে হইবে। কারণ, ইহার মধ্যেই পূৰ্ব্বসম্বন্ধ অনুসারে আমার বিবাহেরুর্ভূক্লথা দুই-একবার উত্থাপিত হইয়াছিল। দুই-এক দিনের মধ্যে সাহসে ভর করিয়া পুস্তু নিব সমুদয় বৃত্তান্ত প্ৰকাশ করিব; তাহার পর, কপালে যাহা আছে, তাহাই হইবে। পিতা আমার বড় দৃঢ়প্ৰতিজ্ঞ লোক; সেইজন্য আমার বড় ভয় হইতেছে।” চারি-পাঁচ দিন পরে কুসী দ্বিতীয় পত্ৰখানি পাইল। তাহার মৰ্ম্ম এইরূপ-- “প্ৰাণাধিকা কুসী। ঘোর বিপদ! আমি আজ পনর মাস ধরিয়া যে ভয় করিতেছিলাম, তাহাই ঘটিয়াছে। তোমার সহিত আমার বিবাহের কথা পিতার নিকট প্ৰকাশ করিলাম। ক্ৰোধে পিতা কাপিতে লাগিলেন। তাহার পর তিনি বলিলেন,- “তোর আর মুখদর্শন করিব না। এই মুহুর্তে তুই আমার বাড়ী হইতে দূর হইয়া যা। আমি চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। মনে করিলাম যে, একটু রাগ পড়িলে তিনি আমাকে ক্ষমা করিবেন। কিন্তু কুসী! কি ঘূণার কথা। আমাকে বাড়ী হইতে বাহির করিয়া দিবার নিমিত্ত তিনি দ্বারবানদিগকে আজ্ঞা করিলেন!! “এইরূপ অপমানিত আমি জন্মে কখন হই নাই। শিশুকাল হইতে আমি আদরে ললিতপালিত হইয়াছিলাম। দ্বারবান আমাকে গলা-ধাক্কা দিয়া বাড়ী হইতে বাহির করিয়া দিবে! ছি, ছি, কি ঘূণার কথা! যাহা হউক, কুসী, ভয় করিও না। তোমার জন্য আমি এরূপ অপমানিত হইলাম, সেজন্য মনে তুমি দুঃখ করিও না! “পিতা আমার মুখ দেখিবেন না? বেশ! আমিও তাঁহাকে আমার মুখ দেখাইতে ইচ্ছা করি Se8 দুনিয়ার পাঠক এক হও! ~ www.amarboi.com"র্ড”*********