পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চদশ পরিচ্ছেদ রেজেষ্টারি চিঠি ডাক-হরকরা বলিল,- “এখানি রেজেষ্টারি চিঠি, বাড়ী চল, রসিদে সহি কারিয়া দিবে। তোমার মাসীর চিঠি ।” চিঠি ও কাগজখানি হাতে লইয়া, বিরসবদনে কুসী গৃহ অভিমুখে চলিতে লাগিল। ডাকহরকরা তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিতে লাগিল। গৃহে আসিয়া কুসী ঘরের ভিতর হইতে দোয়াত-কলম বাহির করিয়া দিল । মাসী রসিদে স্বাক্ষর করিলেন। ডাক-হরকরা মোহর দেখিয়া লইতে বলিল । মোহর ঠিক ছিল। চিঠি দিয়া ডাক-হরকরা চলিয়া গেল । চিঠিখানির চারিদিকে সূতা দিয়া বাঁধা ছিল, খামের বিপরীত দিকে সেই সূতার সহিত জড়িত গালার মোহর ছিল। দাঁত দিয়া কুসী সূতা ছিন্ন করিয়া চিঠিখানি মাসীর হাতে দিল। ছাপা কাগজখানি সে আপনি খুলিতে খুলিতে বলিল,— “এ দেখিতেছি। খবরের কাগজ কে ?" মাসীও সেই সময়ে চিঠিখানি খুলিলেন। চিঠির সঙ্গে অনেকগুলি নোট বাহির হইয়া পড়িল । পত্ৰখানি দীর্ঘ ছিল না। কিন্তু বয়সের গুণে মাসীর দৃষ্টিশক্তির হ্রাস হইয়াছিল। পড়িতে তাঁহার दिनक्ष ठूङ्ग्रेल । খবরের কাগজখানি খুলিয়া কুসী দেখিল যে, তাহারওঁফ্লপার্থে লাল রেখার দ্বারা কে চিহ্নিত করিয়াছে; প্রথমেই কুসী। সেই অংশ পাঠ করিতে লাগিল্পী কিছুক্ষণ পরেই অতি কাতর-স্বরে কুসী বলিয়ুষ্ঠষ্ট -- “এ কি মাসি! এ কি সৰ্ব্বনাশ!” এই কথা বলিয়া সে মাসীর দিকে দৃষ্টি কুৰ্বল সে দেখিল যে, পত্ৰখানি মাসীর হাতে আছে বটে, কিন্তু তিনি তাহা পড়িতেছেন ধ্ৰুসীর হাত থলু-থর করিয়া কঁাপিতেছে। মাসীর হাত হইতে কুসী কিৗড়িয়া লইল। নিমেষের মধ্যে তাহার চক্ষু, পত্রের উপর হইতে নীচে পৰ্যন্ত ভ্ৰমণ করিল। পরীক্ষণেই কুসী মূৰ্ছিত হইয়া ভূতলে পতিত হইল। প্রতিবাসীদিগের নিকট এখন আর কোন কথা গোপন করিবার আবশ্যকতা ছিল না । কিন্তু গত পািনর মাস ধরিয়া কুসীর বিবাহের কথা মাসী সকলের নিকট গোপন করিতেছিলেন। এ কথা গোপন করা তাহার এক প্রকার অভ্যাস হইয়া গিয়াছিল। সেই অভ্যাসবশতঃ তিনি চীৎকার করিয়া ক্ৰন্দন করিলেন না, কোনরূপ গোল করিলেন না। তাঁহার নিজেরও মূৰ্ছা! হইবার উপক্রম হইয়াছিল। কিন্তু বিশেষরূপে চেষ্টা করিয়া, তিনি আপনার মন সংযত করিলেন। তাহার চক্ষেও সেই সময় জল আসিয়া গেল, সেই জলের সহায়তায় তিনি কথঞ্চিৎ ধৈৰ্য্য ধরিতে সমর্থ হইলেন। মূৰ্ছিত কুসীকে কোলে লইয়া তিনি ঘরের ভিতর প্রবেশ করিলেন; তক্তাপোষের উপর সেই অবসন্ন দেহ শয়ন করাইলেন। তাহার পর, পুনরায় বাহিরে আসিয়া চিঠি, নোট ও খবরের কাগজ লইয়া গেলেন। ঘরের ভিতরে একটি ভাঙ্গা বাক্সের ভিতর সাবধানে সেগুলি রাখিয়া দিলেন । চিঠি-পত্র রাখিয়া মাসী কুসীর নিকট আসিয়া উপবেশন করিলেন। কুসীর মুখে জল দিয়া তাহার শিয়রে বসিয়া, নীরবে তাঁহাকে বাতাস করিতে লাগিলেন। তাঁহার চক্ষু হইতে ক্ৰমাগত বারিধারা বিগলিত হইতে লাগিল। কথা কহিবার তাহার শক্তি ছিল না। কিছুক্ষণ পরে কুসী একবার চক্ষু মেলিয়া চাহিয়া দেখিল। কিন্তু সে পাগলের দৃষ্টি, সহজ

9 fitRig sniž3. g3 ze - www.amarboi.com"3"*"**********

Σ’ ό