পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লাগিলাম, আর কুসীর নিকট এ কথা কি করিয়া বলিব, তাহাকে কি করিয়া সম্মত করিব, তাহাই ভাবিতে লাগিলাম।” নবম পরিচ্ছেদ তিন সত্য পাঁচ ছয় দিনের পরে রসময়বাবুর নিকট হইতে মাসী আর একখানি পত্ৰ পাইলেন। সে পত্ৰখানি তিনি কলিকাতা হইতে লিখিয়াছিলেন। তাহাতে তিনি বলিয়াছিলেন, —“আমি কলিকাতায় পৌছয়াছি। এ স্থানে আসিয়া আর একটি বিশেষ কাৰ্য্যে আমি ব্যস্ত আছি। সেজন্য তোমাদিগকে আনিতে আমি নিজে যাইতে পারিব না। গ্রামের কোন লোককে সঙ্গে লইয়া তোমরা কলিকাতায় আসিবে ।” কলিকাতায় আসিয়া রসময়বাবু কি এমন বিশেষ কাৰ্য্যে ব্যস্ত হইয়াছিলেন? পঞ্জাবে থাকিতেই তাহার বিবাহের কথা হইয়াছিল। সে-কন্যা দেশে ছিল। কলিকাতা আসিয়া সেই কথা পাকাপাকি হইল। তিনি কন্যা দেখিলেন। কন্যা বয়ঃস্থ ছিল, দেখিতে-শুনিতে নিতান্ত মন্দ নয়। বৰ্ম্মণীর মৃত্যুর পর হইতে তাঁহার মন নিতৃৰ্ত্ত উদাস ছিল। পুনরায় বিবাহ করিতে তাহার ইচ্ছা ছিল। কিন্তু নিজের নিকট নিজে ড্ৰি’সে ইচ্ছা গােপন করিতে লাগিলেন। আপনার মনকে আপনি তিনি এই বলিয়া “আমার বয়স হইয়াছে, এ বয়সে পুনরায় আর বিবাহ না করাই ভাল। কিন্তু, আমি যষ্ট্রি” কেবল শালী ও কন্যাকে লইয়া পঞ্জাবে যাই, তাহা হইলে লোকে বলিবে, মেয়ে আনিয়া বিবাহ দিল । তাহার চেয়ে যদি আমি বিবাহ করিয়া পরিবার লইয়া পঞ্জার্ধে যাই, আর সেইসঙ্গে আমার কন্যা ও অভিভাবক-স্বরূপ বৃদ্ধ শালীকে যদি লইয়া যাই, তাহা হইলে কেহ আর সে কথা বলিতে পারিবে না।” এইরূপ তর্ক-বিতর্ক করিয়া রসময়বাবু আপনার মনকে বুঝাইলেন, মনকে বুঝাইয়া তিনি নিজের বিবাহের কাৰ্য্যে ব্যস্ত হইলেন। বিবাহের পর পাঞ্জাবে যাইবার কেবল দুইদিন পূৰ্ব্বে, যাহাতে কুসুম ও তাহার মাসী কলিকাতায় আসিয়া উপস্থিত হয়, রসময়বাবু সেইরূপ দিন ধাৰ্য্য করিয়া তাহাদিগকে পত্র লিখিয়াছিলেন। কলিকাতায় আসিয়া রসময়বাবু এক বন্ধুর বাটীতে অবস্থিতি করিতেছিলেন। সেই স্থান হইতে তাঁহার বিবাহ হইবে, এইরূপ স্থির হইয়াছিল। কুসুম ও তাহার মাসীকে কলিকাতায় সেই ঠিকানায় আসিতে লিখিয়াছিলেন। কলিকাতায় এদিকে রসময়বাবুর বিবাহ হইয়া গেল, গ্রামে ওদিকে কুসুম ও তাহার মাসীর যাত্ৰা করিবার সময় উপস্থিত হইল। কলিকাতা যাইবার পূর্বদিন রাত্রিতে বিছানায় শয়ন করিয়া মাসী বলিলেন,- “কুসুম! মা আমার!” ኳ কুসী। উত্তর করিল,-“কি, মাসী!” মাসী বলিলেন,- “আমি তোমাকে একটি কথা বলি?” কুসী জিজ্ঞাসা করিল,— “কি মাসী?” মাসী বলিলেন, — “তুমি বল, আমি যাহা বলিব, তাহা করিবে?” কুসী কাহারও সহিত অধিক কথা কহিত না। সকল কথা তাহার কর্ণগোচর হইত কি না, Storbr află cios (gs se - www.amarboi conf**