পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তাহাও সন্দেহ-সৰ্ব্বদাই সে অন্যমনস্কভাবে থাকিত। “হা” কি “না।” এই দুইটি কথার অধিক সে বলিত না । কুসী জিজ্ঞাসা করিল,— “কি মাসী?” মাসী উত্তর করিলেন,- “আগে তুমি তিন সত্য করিয়া স্বীকার করা যে, আমি যাহা বলিব, তাহা তুমি করিবে, তবে আমি বলিব।” কুসী বলিল,— “হাঁ মাসী!” মাসী বলিলেন,- “তুমি আমার গায়ে হাত দিয়া বল!” কুসী। ইহার মৰ্ম্ম কিছুই বুঝিতে পারে নাই। মাসীর সকল কথা সে শুনিয়াছিল কি না, তাহাও সন্দেহ। মাসীর গায়ে হাত দিয়া সে বলিল,- “হা, মাসী?” মাসী বলিলেন, — “দেখ কুসী! তোমার যে একবার বিবাহ হইয়াছিল, কলিকাতা গিয়া সে কথা তুমি তোমার ব্যাপকে কি কাহাকেও বলিতে পরিবে না। কেমন, বলিবে না বল?” অন্যমনস্কভাবে কুসী বলিল,- “না, মাসী।” মাসী বলিলেন,- “আমার মাথা খাও, তুমি সে কথা কাহাকেও বলিবে না। যদি কেহ। জিজ্ঞাসা করে যে, তুমি একবেলা ভাত খাও কেন, তুমি মাছ খাও না কেন, একাদশীর দিন উপবাস কর কেন, আমি সকলকে বলিব যে, কবিরাজে। এইরূপ করিতে বলিয়াছে। কুসী যেন আর কিছু বলিয়া ফেলিও না।” পুনরায় অন্যমনস্কভাবে কুসী বলিল,- “না মাসী!” কুসী কাহারও সহিত কথা কহে না, বুদ্ধি-শুদ্ভুি এক প্রকার জড়ের মত সে হইয়া আছে। সে যে কাহাকেও কোন কথা বলিবে না...ওঁ... বিষয়ে মাসী একরূপ নিশ্চিত হইলেন। কিন্তু পুনরায় তাহার বিবাহ হইবে, এই কথা সে কি করিবে, সে কি বলিবে, সে সম্বন্ধে মাসী নিশ্চিত হইতে পারিলেন না। , সে রাত্রিতে এই পৰ্যন্ত কথাবাৰ্ত্ত হইল। পুনরায় যে তাহার বিবাহ হইবে, সে মাসী তাহাকে বলিলেন না। কুসীকে লইয়া মাসী কলিকাতায় উপস্থিত হইলেন। কুসী পিতাকে গিয়া প্ৰণাম করিল। ছয় দিনের কন্যাকে চকিতের ন্যায় একবার তিনি দেখিয়াছিলেন। তাহার পর আজ পুনরায় তাহাকে দেখিলেন। পিতা তাহাকে নানারূপ কথা জিজ্ঞাসা করিলেন; কিন্তু কুসী ঘাড় হেঁট দিল। রসময়বাবু দেখিলেন যে, তাহার কন্যা পীড়িত; তাহার মনের অবস্থা বিষয়েও তাঁহার সন্দেহ জন্মিল। তাহার জুর-বিকারের কথা মাসী তাঁহাকে পূৰ্ব্বেই বলিয়াছিলেন!। তিনি মনে করিলেন যে, বায়ু-পরিবর্তন করিলে, ভালরূপ আহার পাইলে, তাহার পর বিবাহ হইলে, রোগ ভাল হইয়া যাইবে। এই সময় কুসীর বামগালে সেই কালো দাগটির প্রতি রসময়বাবুর দৃষ্টি পড়িল। সেই দাগটিকে ঠিক আচিল বলিতে পারা যায় না। আঁচিলের ন্যায় ইহা তত স্কুল নহে, তিলের মত ইহা তত ক্ষুদ্র নহে, ইহাকে সচরাচর লোকে জরুল, না কি বলে। রসময়বাবু যে পুনরায় বিবাহ করিয়াছেন, কলিকাতায় আসিয়া মাসী তাহা জানিতে পারিলেন। নব-মাতার সহিত কুসুমের সাক্ষাৎ হইল। তিনি নূতন বধূ, একহাত ঘোমটা দিয়া থাকেন! কুসীর মনের তো ঐ অবস্থা। দুই জনে কথা বড় কিছু হইল না। কুসীর যে পুনরায় বিবাহ হইবে, কলিকাতায় থাকিতে কুসী। তাহা জানিতে পারে নাই। নববধূ হয় তো সে কথা জানিতেন না। তিনি সে বিষয়ে কুসুমকে কিছু বলেন নাই, মাসীও কিছু বলেন নাই। ফোকুলা দিগম্বর Sbrð sNAls viði (SS BS! ro www.amarboi.com ro