পাতা:ত্রৈলোক্যনাথ রচনাসংগ্রহ.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরদিন ফটোগ্রাফ গ্রহণের ধুম পড়িয়া গেল। পঞ্জাব হইতে আসিবার সময় রসময়বাবুকে দিগম্বরবাবু পৈ-পৈ করিয়া বলিয়া দিয়াছিলেন যে, কন্যার যেন ফটােগ্রাফ গৃহীত হয়। রসময়বাবু নিজের নববিবাহিতা পত্নীর ও কুসীর ফটােগ্রাফ লাইলেন। কুসী কোনও কথাতেই নাই। তোমরা যা কর; কোন বিষয়ে, আপত্তি করিবার তাহার শক্তি নাই। কিন্তু নববধূর ছবি বড় সহজে হয় নাই। মুখ খুলিতে তিনি কিছুতেই সম্মত হন নাই। অনেক সাধ্য-সাধনায়, অবশেষে কিছু তিরস্কারের পর তবে এ কাজ হইয়াছিল। রসময়বাবু সপরিবারে পঞ্জাব আসিবার নিমিত্ত যাত্রা করিলেন। পথে লাহােরে আমার সহিত সাক্ষাৎ হইল। উজিরগড়ে উপস্থিত হইয়া, বিবাহের কথা ক্ৰমে ক্রমে কুসীর কানে উঠিল। সহজেই কুসী স্তম্ভিত ছিল, এই কথা শুনিয়া সে আরও স্তম্ভিত হইল। স্তম্ভিত সামান্য কথা, চলিত কথায় যেমন বলে—“আক্কেল গুডুম,” কুসীর তাহাই হইল। রাত্ৰিতে মাসীর নিকট কুসী শয়ন করিত। সেই রাত্রিতেই সে মাসীকে বলিল,— “মাসী, এ কি কথা শুনিতে পাই!” মাসী জিজ্ঞাসা করিলেন,- “কি কথা?” কুসী। উত্তর করিল,— “আবার বে।” মাসী বলিলেন,-“হাঁ, আমি তোমার পুনরায় বিবাহ দিব।” কুসী বলিল,— “কি মাসী! ও কথা মুখে আনিও না ? মাসী বলিলেন,- “কুসী! তুমি আমার কাছে করিয়াছ আমার গায়ে হাত দিয়া বলিয়াছ যে, আর একবার তোমার যে বিবাহ হইয়ুছিল, সে কথা তুমি কাহাকেও বলিবে না।” কুসী বলিল,- “কিন্তু আবার বে করিব, একথা তো বলি নাই।” মাসী বলিলেন, — “তা বল আর ইষ্ট্রে আমরা তােমার পুনরায় বিবাহ দিব।” কুসী বলল,— “মাসী! এ কাজ ক্লিক্ট্র হইবে না।” মাসী বলিলেন, — “দেখ, কুসী! ছয় দিনের মেয়ে আমার হাতে দিয়া তোমার মা চলিয়া গেল। সেই অবধি আমি তোমাকে প্রতিপালন করিয়াছি। প্ৰাণের অপেক্ষা তোমাকে আমি ভালবাসি। আজ দুই বৎসর তোমার মুখপানে চাহিয়া আমার বুক ফাটিয়া যাইতেছে। তোমার এ অবস্থা আমি আর দেখিতে পারি না। তোমার ভালর জন্য আমি এ কাজ করিতেছি।” কুসী পুনরায় বলিল,- “না মাসী! এ কাজ কিছুতেই হইবে না।” মাসী বলিলেন,- “পূর্বের কথা কিছুতেই প্ৰকাশ হইবে না। রামপদ নাই, সে কথা। আর কেহ জানে না। তোমার যে একবার বিবাহ হইয়াছিল, তোমার বাপ তাহা জানে না। তাহাকে আমি সে কথা বলি নাই। তোমাকে আইবুড়ো মনে করিয়া, সে এই বিবাহের আয়োজন করিয়াছে। ভাল বর ঠিক হইয়াছে। সে তোমাকে ভাল ভাল কাপড় দিবে, ভাল ভাল গহনা দিবে, তোমার নামে কোম্পানীর কাগজ লিখিয়া দিবে।” কুসী বলিল,— “না, মাসী! এ কাজ কিছুতেই হইবে না।” মাসী বলিলেন,- “এখন আর কি করিয়া বন্ধ হইবে? এখন যদি আমি গিয়া তোমার বােপকে বলি যে, কুসীর আর একবার বিবাহ হইয়াছিল, তাহা হইলে সে কি মনে করিবে: তাহাকে না বলিয়া পূৰ্ব্বে তোমার বিবাহ দিয়াছি, তাহার পর সে বিবাহ আমি এতদিন গোপন করিয়াছি, এজন্য তোমার বাপ চাই কি আমাকে বাড়ী হইতে তাড়াইয়া দিতে পারে। এ

so află cios (gs se - www.amarboi conf**